নিজস্ব প্রতিনিধি: চলে গেলেন মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা। অসুস্থ বোধ করায় হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সব শেষ। শোকের ছায়া টলিউডে। মঙ্গলবার সকালে কলকাতার বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা। জানা যায় বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।
আজ সকালেই তিনি আচমকা অস্বাভাবিক অসুস্থতা বোধ করায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়। তড়িঘড়ি ডাকা হয় অ্যাম্বুলেন্স কিন্তু শেষ রক্ষা হল না। অ্যাম্বুলেন্স এসে পৌঁছনোর আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯৭৮ সালে মা সুচিত্রা সেনের সামনেই চার হাত এক হয়। শুরু একত্রে পথচলা। এরপর স্বামীর অনুমতিতেই অভিনয় জগতে পা দেন মুনমুন সেন। স্বামীর পূর্ণ সমর্থনেই এগোতে থাকে অভিনয় জীবন।
যদিওবা মেয়ে-জামাইয়ের এই সিদ্ধান্ত মানতে পারেননি সুচিত্রা, পরবর্তীতে এমনটাই শোনা যায়। জানা যায় এর জেরেই প্রায় এক বছর বজায় থাকে পারিবারিক মনোমালিন্য। মুখ পর্যন্ত দেখেননি সুচিত্রা এমনটাও জানা যায়। কিন্তু তখনও স্বামীর সমর্থন সঙ্গ ছাড়েননি মুনমুন।
অবশেষে সকল মায়ার বাধন ছিন্ন করে পরলোকে পাড়ি দিলেন ভরত দেববর্মা। স্বামীর আকস্মিক মৃত্যুতে কান্নায় ভেঙে পরেছেন মুনমুন।
বাবাকে হারিয়ে শোকগ্রস্থ অভিনেত্রী রাইমা সেনও। শোকের ছায়া পরিবার সহ গোটা টলিউডে। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘নিজের একজন আত্মীয়কে হারালাম, অনেক অমায়িক ছিলেন। লোকাল কাউন্সিলর রামকে রেখে গেলাম। দেবাশিস ধর, মালা রায় সকলকে খবর দিয়েছি, মুনমুন আসলে ওকেও গ্রীন করিডর করে নিয়ে আসবে, বাদবাকি সব ব্যবস্থাও করে রাখা আছে।’