পুলিশের ভূমিকায় সম্মতি সৌগত রায়ের, তীব্র কটাক্ষ মদনের!

জেলা রাজনীতি রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : পুলিশের ভূমিকা নিয়ে সৌগত রায়ের মন্তব্যকে ঘিরে তীব্র কটাক্ষ করলেন মদন মিত্র। সৌগত রায় এই মুহূর্তে দলের প্রপিতামহ, উনি ওনার মতন করে কথা বলবেন সেটাই তো স্বাভাবিক খোঁচা মদন মিত্রের।

সৌগত রায় নিরাপত্তা রক্ষীদের দিয়ে কি কি কাজ করান? প্রশ্ন তুললেন মদন মিত্র। বদলে তিনি সমর্থন জানালেন ফিরহাদ হাকিমের বক্তব্যকে। তিনি বলেন, পুলিশের আর একটু সক্রিয় হওয়া উচিত। মদন মিত্রের কথা অনুযায়ী, কাউন্সিলরকে গুলি করার চেষ্টায় কথা বলার সুযোগ পাচ্ছে বিরোধীরা। তাই পুলিশ প্রশাসনের সতর্ক অবলম্বন করে কাজ করা উচিৎ।