মাঝরাত থেকে বিকল রেলগেট, আটকে ট্রাক সহ বহু গাড়ি

জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, সোদপুর : সোদপুরে মাঝরাত থেকেই বিকল হয়ে গেছে রেলগেট। আর তার জেরেই বিপদে পড়েছেন নিত্যযাত্রী সহ আমজনতা। তবে এই ঘটনা আজকের নয়। নিত্যযাত্রী সহ স্থানীয় মানুষদের দাবি, প্রায় দিনই রেলেগেটের সমস্যায় এভাবেই বিব্রত হতে হয় তাঁদের। রেলগেট কাজ না করার ফলে রেল লাইন পেরিয়ে এপার-ওপার হতে পারছে না কোনও গাড়ি। বন্ধ হয়ে গেছে গোটা রাস্তা। একের পর এক ট্রাক লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। যানজটে বিপর্যস্ত পথচারীদের অভিযোগ, এই ঘটনা একদিনের নয়, প্রায়শই ঘটছে এই ঘটনা।

জানা গেছে, গতকাল সোমবার রাত থেকেই কাজ করছে না ওই রেলগেট। ফলে সোদপুরের রুটে লোকাল ট্রেনগুলির গতিও কমিয়ে দেওয়া হয়েছে। আর রাস্তায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তৈরি হয়েছে ব্যাপক যানজট। পানিহাটি, আগরপাড়ার মতো এলাকাতেও আটকে আছে গাড়ি। বিশেষ করে ট্রাকগুলি না যেতে পারায় সমস্যা বেড়েছে। রাতেই বিকল হয়ে যায় রেলগেট। শুরু হয় মেরামতির কাজ। কিন্তু, সকাল হয়ে গেলেও এখনও সমস্যার কোনও সমাধান হয়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী, যুদ্ধকালীন তৎপরতায় রেলের কর্মীরা কাজ করছেন। স্কুল, কলেজে বা অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে গন্তব্যে যাওয়ার পথে বেকায়দায় পড়েছেন সকলেই।