জলা থেকে উদ্ধার বয়স্কা মহিলার নগ্ন দেহ!

অপরাধ জেলা রাজ্য

মৌমিতা সানা, হাওড়া: সোমবার দুপুরে হাওড়ার জগৎবল্লভপুরের একটি জলা থেকে উদ্ধার হল বয়স্কা এক মহিলার নগ্ন দেহ! ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্থানীয় এলাকায়।

জগৎবল্লভপুরের ভূপতিপুর রায়পাড়ায় এদিন স্থানীয় এক বাসিন্দা মাঠে ঘাস কাটতে গিয়ে ওই মহিলাকে প্রথম জলে ভাসতে দেখেন। তিনি স্থানীয় শঙ্করহাটি-২ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে খবর দেন। পঞ্চায়েত অফিস থেকে জগৎবল্লভপুর থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের পক্ষ থেকে ওই মহিলার পরিচয় জানার চেষ্টা শুরু হলে, পরে মৃতার পরিচয় মেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম মান্তু মিত্র(৭০)। মৃতার বাড়ি হুগলির শিয়াখালার মধুপুর এলাকায়। মৃতা মহিলা দিনকয়েক আগে শঙ্করহাটি ২নম্বর গ্রাম পঞ্চায়েতের নরেন্দ্রপুর এলাকায় তাঁর এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। এরপর গত ১৩ নভেম্বর থেকে তিনি হঠাৎই নিখোঁজ হয়ে যান। জগৎবল্লভপুর থানায় ওই মহিলার নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ।