১৫ লক্ষ টাকার চেক কুড়িয়ে পেয়েও ফিরিয়ে দিলেন রিক্সা চালক, পুরস্কারের ঘোষণা প্রশাসনের

কলকাতা শহর

নিজস্ব প্রতিনিধি, নিউ টাউন: রাস্তায় রিক্সা টেনে চলে দিন গুজরান। রোজকারের মতো রুজির টানে সোমবার সকালে রিক্সা নিয়ে পথে বেরিয়েছিলেন আটঘরার বাসিন্দা বছর ৪০ নূর আলী। চিনার পার্কে একটি নামী হোটেলের সামনের রাস্তায় প্লাস্টিকের মধ্যে কুড়িয়ে পেয়েছিলেন ১৫ লক্ষ টাকার চেক! প্যাকেটের মধ্যে ছিল ৩ লক্ষ টাকা করে পাঁচটি চেক। তাতে মালিকের স্বাক্ষরও ছিল। নূর চাইলে ব্যাঙ্কে জমা করে সব টাকা পেয়ে যেতেন। কিন্তু তিনি তা করেননি। কুড়িয়ে পাওয়া চেক নিয়ে যোগাযোগ করলেন বিধাননগর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডলের সঙ্গে। তাঁর পরামর্শে সোজা চলে যান বাগুইআটি থানায়। থানার দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর ইনচার্জ অমিত কুমার মিত্রের কাছে জমা করেন কুড়িয়ে পাওয়া চেকগুলি।

পুলিশ ওই চেকের সূত্র ধরে বাগুইআটি পূর্বাঞ্চল শাখার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। ব্যাঙ্কের তরফে চেক মালিক জনৈক আকাশ দাসের নাম জানতে পারে পুলিশ। এরপর যাবতীয় প্রক্রিয়া মেনে আকাশ দাসকে ডেকে হারিয়ে যাওয়া চেক ফিরিয়ে দেয় পুলিশ। হারিয়ে যাওয়া বহুমূল্যের চেক ফিরে পেয়ে রিক্সা চালক নূর ও পুলিশকে কৃতজ্ঞতা জানান আকাশ। দরিদ্র হলেও, তাঁর সততায় পরিচয়ে ভূয়সী প্রশংসা কুড়ালেন নূর। পুলিশও নূরকে ধন্যবাদ জানায়।

নজিরবিহীন এই ঘটনার পরদিন নূরকে আজ মঙ্গলবার থানায় ডেকে পাঠান আইসি অমিত কুমার মিত্র। সততার অনন্য নজির হিসেবে অসহায় নূরকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। আইসির এই ভূমিকায় নূর বলেন, ‘আমার কাজের সম্মান হিসেবে আইসি যে ভাবে পাশে এসে দাঁড়িয়েছেন, ভবিষ্যতে এমন সততার কাজে আরও উৎসাহী হব।’

এরই পাশাপাশি নূরের এই সততার জন্য গর্বিত স্থানীয় রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় ও আজিজুল হোসেন মণ্ডল। উভয়ের তরফে অসহায় রিক্সা চালক নূরকে ২ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।