প্রাইমারির চাকরি করিয়ে দেওয়ার নামে ১৬ লাখ টাকার প্রতারণা তৃণমূল নেতার, আদালতের দ্বারস্থ প্রতারিত

অপরাধ রাজনীতি রাজ্য শিক্ষা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : প্রাইমারি স্কুলের শিক্ষকতার চাকরির বিনিময়ে ১৬ লাখ টাকা নিয়েছে স্থানীয় তৃণমূল শিক্ষক সংগঠনের সদস্য! পরে চাকরি না পাওয়ায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। ওই টাকা মানিক ভট্টাচার্যের কাছে যাচ্ছে বলে দাবি অভিযুক্ত শিক্ষকদের! পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ রাজীব অধিকারী নামে এক প্রতারিত ব্যক্তি। মামলা দায়েরের অনুমতি দিয়েছে কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ডিসেম্বর মাসেই হবে শুনানি।

মাথাভাঙা পুলিশ স্টেশনের বাসিন্দা রাজীব অধিকারী নামে ওই ব্যক্তির দাবি, স্কুলের শিক্ষকতার চাকরি করে দেওয়ার নামে ১৬ লক্ষ টাকা তাঁর থেকে নিয়েছিলেন স্থানীয় সরকারি স্কুলের শিক্ষক দ্বিজেন রায় ও রিনা রায় ও বুলবাড়ি নীলকান্ত পাল হাইস্কুলের শিক্ষক সংগঠন। তাঁর আরও অভিযোগ ফেক ওয়েবসাইট তৈরি করে দ্বিজেন ও রিনা টাকা সংগ্রহ করে। পরে হোয়াটস অ্যাপ গ্রুপে লেখা হয় ওই টাকা মানিক ভট্টাচার্যের কাছে তাঁরা পাঠিয়ে দিয়েছেন। তবে টাকা পাওয়ার পর চাকরি পাওয়ার বিষয় নিয়ে কিছুই জানায়নি তাঁরা। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে পুলিশের কাছে অভিযোগ জানতে গেলে  পুলিশ তা নিতে অস্বীকার করে। সেই কারণেই নিজের টাকা ফেরতের দাবিতে ও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন রাজীব অধিকারী।