নিজস্ব প্রতিনিধিঃ- মধুপুর-জসিডি রেল সেকশনে জসিডি থানার রোহিনী নবদিহ রেলগেটের কাছে মঙ্গলবার বিকেলে একটি বড় ট্রেন দুর্ঘটনা এড়ানো গেল। রেলগেট খোলা থাকায় একটি অনিয়ন্ত্রিত ট্রাক তীব্র গতিতে ঝাঁঝা-আসানসোল ইএমইউ যাত্রীকে ধাক্কা মারে। এর কারণে ট্রাকটির ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্ঘটনার পর ওই রেল সেকশনের একটি লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ। রেললাইন থেকে ক্ষতিগ্রস্ত ট্রাক সরানোর কাজ চলছে। ঝাঁঝা-আসানসোল ইএমইউ ট্রেনটিও একই জায়গায় দাঁড়িয়ে আছে। রেলপথ থেকে ক্ষতিগ্রস্ত ধ্বংসাবশেষ সরানোর পর রেল চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। আপাতত এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই। এ ঘটনায় রেলগেটের গেটম্যানের গাফিলতি প্রকাশ্যে এসেছে, যার কারণে ট্রেনের সিগন্যাল থাকার পরও রেলগেট খোলা থাকায় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রেল, আরপিএফ এবং স্থানীয় পুলিশ। তবে কিভাবে ঘটল এই ঘটনা তা খতিয় দেখছে রেল কর্তৃপক্ষ|