সাদা পোষাক পড়লেই পুলিশ হওয়া যায় না, ক্ষুব্ধ বিচারপতির মন্তব্য

অপরাধ আইন কলকাতা রাজ্য

ফের কলকাতা হাইকোর্টে ভর্ৎসিত পুলিশ ।ঘটনার প্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি।রাজারহাট থানা এলাকার এক গৃহস্তের বাড়িতে হামলা সামলাতে ব্যর্থ পুলিশকে কড়া বার্তা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আদালতে জমা পড়া পুলিশের রিপোর্ট দেখে ক্ষুব্ধ বিচারপতির সরকারি কৌঁসুলিকে প্রশ্ন, ‘আপনি এই রিপোর্ট দেখে সন্তুষ্ট?’ এখানেই না থেমে বিচারপতি আরও বলেন, ‘আপনার মনে হয় এই পুলিশ অফিসারদের থানায় থাকার যোগ্যতা রয়েছে? কি ভাবে ফৌজদারি মামলার তদন্ত করতে হয় সেটাও এরা জানে বলে মনে হচ্ছে আপনার? অভিযোগ যা আছে সেই অনুযায়ী তদন্ত কোথায়! এই অফিসারদের আইনের জ্ঞান কতটা? কমিশনারের জানা দরকার তিনি কাদের নিয়ে কাজ করছেন!’

এর পাশাপাশি বুধবার এজলাসে বসেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য, ‘সাদা পোশাক পরলেই কলকাতা পুলিশ হওয়া যায় না। এই শেষ সুযোগ পুলিশকে। এরপর যদি এমন ত্রুটি দেখা যায় তাহলে পুলিশ অফিসারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিতে বাধ্য হবো।’

বিচারপতির আরও মন্তব্য, ‘নিউ টাউন আর রাজারহাট থানা নিয়ে একই সমস্যা। আপনারা বাইরে থেকে বিনিয়োগকারী আহ্বান করছেন। সেখানে আইন শৃঙ্খলা ঠিকঠাক করা আপনাদের দায়িত্ব। সেটা সঠিক ভাবে না করলে ৫ ডিসেম্বর এই মামলায় চূড়ান্ত নির্দেশ দেবে আদালত।’

প্রসঙ্গত, আদালতে রাজারহাটে মামলাকারীর বাড়িতে হামলার অভিযোগে তদন্তের প্রাথমিক রিপোর্ট দিয়ে পুলিশ জানিয়েছে, সেই দিন ১২ জন এসেছিল হামলা করতে। সেই অভিযোগ সঠিক। কিন্তু সেই অভিযোগ নিয়ে তদন্ত এগোতে পুলিশ নিম্ন আদালতের অনুমতি চেয়েছে!

বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মতে, এটাই বেআইনি। যেখানে পুলিশ আদালত গ্রাহ্য অপরাধের প্রাথমিক প্রমাণ পেয়েছে, সেখানে নিম্ন আদালতের অনুমতির কোনও প্রয়োজন নেই। এই আইনটুকু যদি না জানে পুলিশ, তাহলে কীভাবে নাগরিক বিচার পাবে?