সরকারি জমিতে কল বসানো নিয়ে ক্ষোভ, ঘটনাস্থলে পুলিশ

জেলা রাজনীতি রাজ্য

মৌমিতা সানা, হাওড়া: সরকারি জমিতে পানীয় জলের সমস্যা মেটাতে রাজ্য সরকারের এটিএম কল তৈরিতে বাধা। অভিযোগ বাঁকড়া তিন নম্বর পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখের বিরুদ্ধে। উল্টে পঞ্চায়েত প্রধানের বক্তব্য, কিছু স্থানীয় বাসিন্দাই এই প্রকল্পের কাজে বাধা দিচ্ছে। আর তার জেরে বুধবার সকালে উত্তেজনা দেখা দেয় হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া তিন নম্বর পঞ্চায়েত এলাকার বেনুবন এলাকায়।

স্থানীয় বাসিন্দা শেখ সালাউদ্দিনের অভিযোগ, ‘এটিএম তৈরির কাজ চলছে। পুকুরের কিছু অংশ সেখানে চলে যায়। সেই পুকুরের সাত শরিক। সেটা বাদ দিয়ে চলছিল কাজ। কিন্তু মিজানুর বলে একজন এসে বাধা দেয় বুধবার সকালে। খবর পেয়ে পঞ্চায়েত প্রধান ঘটনাস্থলে এসে কিছুটা মিজানুরকে সার্পোর্ট করে। এখানে একজনকে হুমকিও দেয়।’

তিনি আরও বলেন, এর জেরে কিছুটা ধাক্কাধাক্কি হয়। অবশ্য এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখ। তিনি বলেন, ‘এটা রাজ্য সরকারের প্রকল্প। দিদির প্রকল্প। গত তিনমাস ধরে ওখানে এই প্রকল্পের কাজ চলছে। কারণ ওখানে কল নেই সাধারণ মানুষের জলের প্রয়োজন। কিন্তু সেই কলটি করতে বাধা দেওয়া হচ্ছিল!সালাউদ্দিন বলে একজন বাধা দিচ্ছে। ওখানে একটা পুকুর আছে। সেই জায়গাটা চেপে করতে বলেছি। কিন্তু পুকুরের অংশীদার অভিযোগ করেন যে, পুকুরের দিকের অংশ নেওয়া হয়েছে। তাই আমি গিয়ে দুপক্ষের মধ্যে মীমাংসা করে দিই যাতে পুকুরের অংশ নেওয়া না হয়।’

এদিকে এই ঘটনার জেরে বুধবার সকাল সাড়ে এগারোটা বারোটা নাগাদ উত্তেজনা ছড়িয়ে পরে। বাঁকড়া ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।