ফেরিওয়ালার কাছে মিলল আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ!

অপরাধ জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, হুগলি : ফেরিওয়ালার কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র! ঘটনায় তাজ্জব পুলিশ। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত দশটা নাগাদ পুলিশ সূত্র মারফত খবর পায় ডানকুনির খুশাইগাছি এলাকায় এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে। সেই খবর পাওয়া মাত্রই পুলিশের টহলরত ভ্যান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মইনুদ্দিন মোল্লা, ওরফে ছট্টকে ধরে ফেলে। তল্লাশি করতেই তার কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি!

ফেরিওয়ালার কাছে আগ্নেয়াস্ত্র থাকায় কিছুটা তাজ্জব হয়ে যান পুলিশ অফিসাররা। ধৃত মইনুদ্দিনের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা কুলতলীতে হলেও বর্তমানে সে ডানকুনির মৃগালার তেঁতুলতলায় বসবাস করত। একজন ফেরিওয়ালার কাছে কিভাবে আগ্নেয়াস্ত্র এল সেটাই তদন্ত করে দেখছে পুলিশ। বা কোন বড় দুষ্কৃতী দলের সঙ্গে তার যোগাযোগ আছে কিনা কিংবা কোন বড়সড়ো অপরাধমূলক কাজের ছক ছিল কিনা সেটাও তদন্ত করে দেখছে পুলিশ । আজ ধৃতকে আদালতে পেশ করে পুলিশি হেফাজত চেয়ে ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করে ডানকুনি থানার পুলিশ।