নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেলাগাম গতিতে ছুটছিল কাউন্সিলরের গাড়ি। সজোরে ধাক্কা মহিলাকে। তৎক্ষণাৎ গ্রেফতার কাউন্সিলারের ছেলে।
তৃণমূল কাউন্সিলরের গাড়িতে আহত হন এক বৃদ্ধা। তারা সাহা নামে ওই বৃদ্ধাকে প্রথমে আহত অবস্থায় ভর্তি করা হয় শিশুমঙ্গল হাসপাতালে। পরবর্তীতে শিশুমঙ্গল থেকে তাঁকে পাঠানো হয় এসএসকেএমের ট্রমা সেন্টারে।
গাড়ি ছুটছিল বেলাগাম গতিতে সে সময়ে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা। কাউন্সিলরের গাড়ি চালাচ্ছিলেন তাঁর পুত্র। ঘটনার জেরে গ্রেফতার করা হয় ৯৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিতালী বন্দ্যোপাধ্যায়ের ছোটো ছেলেকে। সূত্রের খবর রাস্তা পারাপার করার সময় দুর্ঘটনাটি ঘটে। এছাড়াও গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সেই স্থানে থাকা আরেকটি গাড়িকে। ক্ষতিগ্রস্থ হয়েছে সেই গাড়িটিও।