breaking: গ্রেফতার বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার

রাজনীতি রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ মুর্শিদাবাদ যাওয়ার পথে গ্রেফতার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কৃষ্ণনগরে পুলিশি বাধার মুখে পড়ে বাধা পড়েন তিনি, তবু থামেনি স্লোগানের হুংকার। তারপরেই পথ অবরোধ করে রাস্তায় বসে পড়েন বিজেপির সভাপতি ড. সুকান্ত মজুমদার সহ বিজেপি কর্মীরা। এক ঘণ্টার মতো চলতে থাকে অবরোধ তারপরেই নদিয়ার কোতোয়ালি থানার পুলিশ সুকান্ত মজুমদার সহ বিজেপি কর্মীদের গ্রেফতার করে। ভ্যানে তুলে তাঁদেরকে কতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।

সূত্রের খবর বেশ কয়েকদিন ধরেই তপ্ত রয়েছে মুর্শিদাবাদ এর বেলডাঙ্গা। বিগত কয়েকদিন ধরে এলাকায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও চলছিল চাপানউতোর গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় এখনো শান্ত হয়নি মুর্শিদাবাদ। ঠিক এই যুক্তি দেখিয়েই দুপুরে সুকান্ত মজুমদারকে বাধা দেয় পুলিশ। সুকান্ত মজুমদারকে আটকাতে রাস্তায় আগে থেকেই মজুদ ছিল ব্যারিকেড। উপস্থিত ছিলেন পুলিশ কর্তারা। সুকান্ত মজুমদার ও দলের অন্যান্য কর্মীরা পৌঁছানো মাত্রই শুরু হয় বচসা।