নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ জেলাগুলিতে ক্রমশই বাড়ছে শীতের দাপট সঙ্গে কুয়াশা। অবশ্য আজ কুয়াশা কিছুটা কম হলেও কমবেশি প্রায় সমস্ত জেলাতেই তাপমাত্রার পারদ খুব একটা কমেনি। ওপার বাংলায় ঘূর্ণাবর্তের সম্ভাবনার কারণে শীত কমতে পারে এপারেও, অনুমান করা হচ্ছিল এমনটাই। তবে এবার কি শীত আসতে দেরি? আজ স্পষ্ট জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।
মঙ্গলবার সকালে অন্যান্য দিনের অপেক্ষা কুয়াশা তুলনামূলক কম ছিল জেলাগুলিতে। তবে প্রায় সব ক’টি জেলাতেই দাপট বাড়ছে শীতের। আর এ বিষয়ে এবার জানান দিল হাওয়া অফিস। আরও জাঁকিয়ে পড়বে শীত পূর্বাভাস হাওয়া অফিসের।আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আগামীতে তাপমাত্রা আরও কমতে পারে।
কলকাতায় অবশ্যই এর প্রভাব এখনই খুব একটা বেশি পড়ার সম্ভাবনা নেই। তবে রাজ্যের বেশ কয়েকটি জেলায় এক ধাক্কায় নামতে পারে পারদ। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও জাঁকিয়ে শীতের আমেজ। আজ জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে।
আপাতত জেলাগুলিতে কুয়াশা থাকবে একইভাবে। মাঝেমধ্যে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। তবে বৃষ্টির পূর্বাভাস কোনও নেই এ কথা স্পষ্ট করেছে হাওয়া অফিস। এরই মধ্যে ঠান্ডা আরও বাড়তে পারার সম্ভাবনা জেলাগুলিতে।