Breaking: শর্ত সাপেক্ষে কলকাতা হাই কোর্টে কুন্তল ঘোষের জামিন মঞ্জুর

অপরাধ আইন কলকাতা রাজনীতি রাজ্য শহর শিক্ষা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের জামিনের আবেদন মঞ্জুর করলো কলকাতা হাই কোর্ট। ১০লক্ষ টাকার বন্ডে বিচারপতি শুভ্রা ঘোষ শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেন। জামিনে ছাড়া পেলেও তাকে নিম্ন আদালতে হাজিরা দেওয়ার পাশাপাশি তদন্তে সবরকম সাহায্য করতে হবে বলে জানিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ।

এর পাশাপাশি আদালত আরও জানিয়েছে, তিনি নিজের এলাকা ছাড়তে পারবেন না। প্রমাণ লোপাট ও দুর্নীতি মূলক কোন কাজে যুক্ত হতে পারবে না। নিজের মোবাইল নম্বর তদন্তকারী অধিকারিকদের কাছে জমা দিতে হবে। তবে জামিন পেলেও জেল মুক্ত হল না কুন্তল ঘোষের। কারণ সিবিআইয়ের মামলা এখনও চলছে। সেখানে তিনি জামিন পাননি।

উল্লেখ্য, নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেনের মামলায় ২০২৩ সালের ২০ জানুয়ারি কুন্তলকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাঁর বিরুদ্ধে ছিল চাকরি প্রার্থীদের থেকে টাকা নেওয়ার অভিযোগ। চাকরি প্রার্থীদের থেকে চাকরির প্রতিশ্রুতির বিনিময়ে টাকা তোলার অভিযোগের পাশাপাশি, হিসাব-বহির্ভূত বিপুল অঙ্কের আর্থিক লেনদেনের অভিযোগও ছিল কুন্তলের বিরুদ্ধে। এর পর নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় কুন্তলকে গ্রেফতার করে সিবিআই। দেড় বছরেরও বেশি সময় ধরে জেলে রয়েছেন তিনি। কলকাতা হাই কোর্টে শুনানিতে ইডির দাবি ছিল, কুন্তল ঘোষের গ্রেফতারের পরেও তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা পড়েছে।

এই মামলায় কলকাতা হাই কোর্টকে সিবিআই জানিয়েছিল, কুন্তল চাকরি দেওয়ার নামে চাকরি প্রার্থীদের কাছ থেকে প্রায় চার কোটি টাকা তুলেছেন। ভুয়ো ইন্টারভিউ নেওয়া হয়েছিল সরকারি অফিসে। প্রাইমারি স্কুল কাউন্সিলের কসবার অফিসে ভুয়ো ইন্টারভিউ নেওয়া হয়েছিল বলে জানায় সিবিআই। কারা ইন্টারভিউ নিয়েছিলেন, তা স্পষ্ট নয়। নীলাদ্রিও এই নিয়োগের এজেন্ট ছিলেন বলে আদালতে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। তাঁদের সঙ্গে ছিলেন তাপস মণ্ডলও। কিন্তু এরই মধ্যে তাপস মণ্ডলের জামিন পেয়েছেন। এর পাশাপাশি এই মামলার অন্যতম মূল অভিযুক্ত মানিক ভট্টাচার্যেরও জামিন হয়ে গেছে। সেই উদাহরণ দেখিয়ে কুন্তল ঘোষ জামিনের আবেদন করেছিলেন কলকাতা হাই কোর্টে। সুপ্রীম কোর্টেও আবেদন করলেও সুপ্রীম কোর্ট তার জামিনের আবেদনে আমল দেয়নি। তাই দ্বিতীয়বার কলকাতা হাই কোর্টে আবেদন জানান কুন্তল ঘোষের আইনজীবী। আর তাতেই এবার সায় দিল আদালত।