কেন্দ্রের প্রস্তাবের পরে, গ্রাহকদের রেশনের জন্য ব্যাগ কিনতে প্রস্তুত রাজ্য সরকার

কলকাতা জেলা দেশ রাজ্য শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বকেয়া আদায় করতে বাধ্য হয়ে, রাজ্য সরকার কেন্দ্রের প্রস্তাব অনুসারে রেশন গ্রাহকদের জন্য ব্যাগ কিনতে সম্মত হয়েছে। কেন্দ্রের শর্ত অনুযায়ী ১৫ কেজির ব্যাগে চাল কেনা হবে। প্রতিটি ব্যাগে ‘প্রধানমন্ত্রী গরীব অন্ন যোজনা’ মুদ্রীত থাকবে। এই প্রকল্পের জন্য কেন্দ্র একটি লোগোও তৈরি করেছে। এর জন্য রাজ্য সরকার আট সদস্যের একটি টেন্ডার কমিটি গঠন করেছে। সরকারের নির্দেশনা অনুযায়ী, এই কমিটি দ্রুত ভোক্তাদের কাছে চাল পৌঁছে দিতে চাল ক্রয়ের দরপত্রের শর্ত প্রস্তুত করবে এবং ই-টেন্ডারিংয়ের মাধ্যমে ক্রয় করবে।
কমিটি যদি প্রয়োজনীয় বিবেচনা করে, তবে টেন্ডার প্রক্রিয়া গ্রহণ না করেই কেন্দ্রীয় সরকারের পোর্টাল ‘জিএএ’ এ নির্মাতাদের কাছ থেকে সরাসরি এই ব্যাগগুলি কিনতে পারে। বর্তমানে প্রধানমন্ত্রী গরীব অন্ন যোজনার অধীনে কেন্দ্রীয় সরকারের কাছে রেশন বাবদ রাজ্যের বকেয়া টাকার পরিমাণ ১২,৭১৪ কোটি টাকা। এই প্রকল্পের মাধ্যমে, রাজ্যের ৬ কোটি ২ লক্ষ রেশন সুবিধাভোগীকে প্রতি মাসে পাঁচ টাকা কেজি দরে চাল দেওয়া হবে।
কেন্দ্রীয় সরকারের মতে, যারা এই প্রকল্পের অধীনে রেশন পান তাঁদের লোগো দিয়ে তাঁদের রসিদ নিবন্ধন করতে হবে প্রধানমন্ত্রী গরীব অন্ন যোজনায়।
এছাড়াও, প্রতিটি রেশন দোকানকে একটি বড় বোর্ডে লিখতে হবে যে তাঁরা ‘প্রধানমন্ত্রী গরীব অন্ন যোজনা’ চালাচ্ছেন। যাতে সাধারণ মানুষ দেখতে পান। পাশাপাশি, কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে যে এই স্কিমের আওতায় গ্রাহকদের কাছে নির্দিষ্ট ব্যাগেই চাল পৌঁছে দিতে হবে। ব্যাগের গায়ে দিতে হবে ‘প্রধানমন্ত্রী গরীব অন্ন যোজনা’-এর লোগো।
কেন্দ্রীয় সরকার গত আর্থিক বছর থেকেই এই শর্ত পূরণের জন্য রাজ্যগুলিকে জানিয়ে আসছে। কিন্তু এই তিনটি শর্ত মানতে রাজি ছিল না রাজ্য।
যেহেতু এই প্রকল্পের নাম রসিদগুলিতে নেই, তাই কেন্দ্র রাজ্যগুলিতে তাঁদের বরাদ্দ বন্ধ করে দিয়েছে। এরপরে, রেশন চালিয়ে যাওয়ার জন্য কেন্দ্র থেকে বকেয়া পুনরুদ্ধারের শর্তগুলি পূরণ করতে সম্মত হয়েছিল। প্রধানমন্ত্রী গরীব অন্ন যোজনা ১ নভেম্বর থেকে এই প্রকল্পের সুবিধাভোগীদের রেশন দোকান থেকে দেওয়া ই-পিওএস রসিদে মুদ্রিত হয়। রাজ্যের খাদ্য দফতর এই রসিদের নমুনা কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের কাছে পাঠিয়েছে। একই সময়ে, এই কেন্দ্রীয় প্রকল্পে ১২,৭১৪ কোটি টাকা বকেয়া প্রদান করার জন্য একটি আবেদন করা হয়েছে রাজ্যের তরফে।