breaking: শান্তনুকে পদ থেকে অপসারনের দাবি সুদীপ্তর

আইন রাজনীতি রাজ্য

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: রাজ্য মেডিক্যাল কাউন্সিলরের মনোনীত সদস্য ছিলেন ডাঃ শান্তনু সেন। তাঁকে সেই পদ থেকে সরিয়ে দেওয়ার আর্জি জানালেন তাঁরই দলের আরেক চিকিৎসক নেতা সুদীপ্ত রায়। শান্তনু সেনের পদ বাতিলের আর্জিতে স্বাস্থ্যভবনে চিঠি পাঠালেন সুদীপ্ত রায়।

বর্তমান রাজ্য মেডিক্যাল কাউন্সিলরের সভাপতি সুদীপ্ত রায়। এই মর্মেই তিনি অসন্তোষ প্রকাশ করলেন একটি চিঠির মাধ্যমে। সেই চিঠির প্রতিলিপি এসেছে নিউজ পোলের হাতেও। তাতে তিনি উল্লেখ করেছেন, পরপর ৩টি বৈঠকে গরহাজির ছিলেন শান্তনু সেন।

৩টি বৈঠকে গরহাজির থাকলে মেডিক্যাল কাউন্সিলের আইন অনুযায়ী সদস্যপদ বাতিল হয়ে যায়। এবার তাঁর পরিবর্তে অন্য কাউকে বসানোর আর্জি জানিয়ে সুদীপ্ত রায়ের চিঠি পৌঁছল স্বাস্থ্যভবনে।
প্রসঙ্গত, নিয়মানুযায়ী তিনটি বৈঠকে অনুপস্থিত থাকলেই তিনি নেই বলে ধরে নেওয়া হয়, সেক্ষেত্রে পদে বসানো হয় অন্য কাউকে। তাঁর পরিবর্তে অন্তর্ভুক্ত করা যেতে পারে অন্য কাউকে।

এই বিষয়ে এরই মধ্যে প্রতিক্রিয়া দিয়েছেন ডা. শান্তনু সেন। ঘটনাকে প্রতিহিংসামূলক পদক্ষেপ বলে মন্তব্য করেছেন তিনি। রাজ্য মেডিক্যালের ইতিহাসে শুধুমাত্র মিটিংয়ে অনুপস্থিতির জন্য পদ বাতিলের কথা এখনও পর্যন্ত শোনা যায়নি। ফলত সব মিলিয়ে এ যেন এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হতে চলেছে রাজ্য।