কেন্দ্রের ওয়াকফ বিলের বিরুদ্ধে এবার বিধানসভায় বিল শীতকালীন অধিবেশনে

কলকাতা জেলা দেশ রাজনীতি রাজ্য

নিজস্ব প্রতিনিধি,কলকতা: সোমবার ২৫নভেম্বর থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। জমজমাট হতে চলেছে এবার বিধানসভার অধিবেশন। কেন্দ্রীয় সরকারের ওয়াকফ বিলের বিরুদ্ধে এবার রাজ্যে বিধানসভায় বিল আনতে চলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। যদিও এর আগে কড়া ভাষায় নিন্দা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। আর এবার সেই ওয়াকফ বিলের বিরুদ্ধেই রাজ্য সরকার বিল আনতে চলেছে বিধানসভার শীতকালীন অধিবেশনে। প্রথমে ঠিক ছিল কেবলমাত্র নিন্দা প্রস্তাবই আনা হবে এই ওয়াকফ বিলের বিরুদ্ধে। কিন্তু সিদ্ধান্তের পরিবর্তন ঘটিয়ে একেবার কেন্দ্রীয় সকারের বিরুদ্ধেই বিল আনা হতে চলেছে বিধানসভার আসন্ন শীতকালীন অধিবেশনে এমনটই খবর বিধানসভা সূত্রে।

এই নিয়ে এরই মধ্য়েই বিধানসভার সচিবালয় এবং রাজ্যের আইন পরিষদীয় দফতরের মধ্যে আলাচনা হয়ে গিয়েছে তবে তা নিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্য়োপাধ্য়ায় কোনও মন্তব্য় করতে চাননি। অন্য়দিকে, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক নাদিমুল হক ও শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য যে কেন্দ্রের ওয়াকফ বিলের বিরুদ্ধে পাল্টা বিল আনতে চলেছে সেই বিষয়টা দেশের সংখ্যালঘু ভোটারদের মধ্যে প্রচার করার জন্য।

সূত্রের খবর কোনও সংখ্যালঘু বিধায়ক দিয়েই বিধানসভায় এই বিল পেশ করানোরও চিন্তা ভাবনা চলছে। পাশাপাশি ওয়াকফ সংক্রান্ত বিলের আলোচনাতে অংশ নিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষের বক্তব্য তুলে ধরবেন বিজেপির বিধায়করা বলেই বিধানসভা সূত্রে খবর।