নিজস্ব প্রতিনিধি: নভেম্বরের শুরু থেকেই কমেছে গরম। কুয়াশার আস্তরণে ঢেকেছে গ্রাম থেকে শহর। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী পাঁচ দিনে আরও তাপমাত্রায় কমবে কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
চলতি সপ্তাহে হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের কয়েকটি এলাকাও। আবহাওয়াবিদদের মতে ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকেই পতন ঘটবে তাপমাত্রার। বড়দিন থেকে বর্ষবরণের রাতে বঙ্গবাসী শীত অনুভব করতে পারবে। হাড় কাঁপানো শীত অনুভব হবে পূর্ব – উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে।
রাজ্যে শীতের আমেজ পড়লেও, চিকিৎসকদের একাংশ জানিয়েছেন, এই সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে, এবং রাতে ও ভোরের দিকে যাতে ঠান্ডা না লাগে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে আমজনতাকে। আর তাই না হলেই ঋতু পরিবর্তনের কারণে সর্দি-কাশি জ্বর ইত্যাদি রোগে আক্রান্ত হতে হবে সাধারণ মানুষকে। তাই শীতের আমেজ উপভোগ করার সঙ্গে সঙ্গে নিজেদের থাকতে হবে সাবধানে।