নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সমস্ত রকম দুর্নীতির বিরুদ্ধে ফের একবার কঠোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুধুমাত্র রাজনৈতিক নেতার নয় পুলিশ-প্রশাসনের একাংশের মদতেই কালোবাজারি থেকে শুরু করে গরু পাচার কয়লা পাচার চলছে। কোনরকম রাখ ঢাক না করেই সোজা সাপটা ভাষায় একথা জানিয়ে দিয়েছেন তিনি। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে প্রশাসনের শীর্ষ কর্তাদের প্রতি তাঁর স্পষ্ট নির্দেশ যে কোন মূল্যে এই দুর্নীতি রুখতে হবে।
মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন ‘আমার টাকার দরকার নেই। আমার দলের জন্য টাকার দরকার হলে প্রয়োজনে আমি মানুষের কাছে আঁচল পেতে টাকা নেব। কেউ কেউ ভাবে একে ধরি ওকে ধরি। মাথায় রেখো কেউ বাঁচাবে না, আমি তো অন্তত বাঁচাব না।’
কয়লা, বালি চুরি নিয়ে নীচু তলার কিছু অফিসার, পুলিশের একাংশ কর্মী এবং সিআইএসএফকে দায়ী করে তিনি বলেন, ‘রাজনৈতিক নেতা ৫ টাকা খেলে পরে বলা হয় ৫০০ টাকা খেয়েছে। নেতারা টাকা খাওয়ার আগে তবু ভাবে। নিচুতলার কিছু কর্মী এবং পুলিশের কিছু লোক, যারা সরকারকে ভাল বাসে না, তাঁরা এসব নিয়ে ভাবে না। তাঁরা শুধু নিজেদের স্বার্থটা দেখে। কয়লা চুরি করবে সিআইএসএফ এবং পুলিশের একাংশ, আর দোষ হবে তৃণমূলের? এ জিনিস কোনভাবেই বরদাস্ত করা হবে না। প্রশাসনের শীর্ষ কর্তাদের উদ্দেশে তাঁর স্পষ্ট নির্দেশ, যত বালির জায়গা আছে, পাথরের জায়গা আছে টেন্ডার করে দাও। বেআইনি কয়লা খাদান বন্ধ করো। সিআইএসএফ টাকা খেলেও তাঁকে ধরবার অধিকার আছে পুলিশের।
মুখ্যমন্ত্রী এও বলেন, কিছু দালাল আছে, তারা সমাজটাকে এসব করে শেষ করে দিতে চায়। নিজেদের দালালির ভাগ দিয়ে অন্যদের কাছে টানতে চায়। এ ব্যাপারে স্পেশাল টাস্ক ফোর্সকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়ে তিন বলেন, অভিযোগ এলেই তা খতিয়ে দেখে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে।