নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি বছরে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২০ হাজার পার করল। ১৩ নভেম্বর পর্যন্ত ভাইরাস ঘটিত এই অসুখে আক্রান্তের সংখ্যা ছিল ২৩ হাজার ২২৭ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে টেস্ট করানোর পর ডেঙ্গি রিপোর্ট পজিটিভ এসেছে ১৮ হাজার ১৩৩ জনের এবং বেসরকারি হাসপাতাল ও ল্যাব থেকে ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে ৫ হাজার ৯৪ জনের।।
মরশুমের শুরুর মত শেষ পর্বেও ডেঙ্গি সংক্রমণের সংখ্যার নিরিখে রাজ্যে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ জেলা। সেখানে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা পাঁচ হাজারেরও বেশি। বর্তমানে মুর্শিদাবাদে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ২৯ জন রোগী। তাঁদেরকে ভর্তি করা হয়েছেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। চলছে চিকিৎসা। জানা গিয়েছে, আক্রান্ত রোগীদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
শুধু তাই নয়, গত ২৪ ঘণ্টায় মুর্শিদাবাদে দু’জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি একজনের ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে বলে খবর। উল্লেখ্য, বর্ষা বিদায় নিয়েছে, এক মাস হতে চলল। কিন্তু এখনও বিরাম নেই ডেঙ্গির। স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুসারে, আর তাতেই বাড়ছে চিন্তা। এরই মধ্যে রাজ্য সরকারের তরফে প্রতিটি জেলাশাসকদের ডেঙ্গি নিয়ে সতর্ক করার কাজ চলছে।