নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বেশ কিছুদিন আগে হাওড়া ব্রিজ বন্ধ করে দেওয়া হয়েছিল স্বাস্থ্য পরীক্ষার কারণে। কিন্তু স্বাস্থ্য পরীক্ষা করা হলেও সেতুতে জমা আবর্জনা সমস্যা বাড়িয়ে চলেছে আম জনতার। তবে আবর্জনার এই স্তুপের ঘটনা নতুন নয়। এর আগেও পুরসভা বন্ধ করে দিয়েছিল এলাকার একটি ভ্যাট। তার পরেও সেখানে স্থানীয় বাজারের আবর্জনা ছাড়া আশপাশের বাড়ি ও বহুতলের জঞ্জাল ফেলা হচ্ছিল। সেই আবর্জনা উপচে এসেছিল রাস্তায়। দুর্গন্ধে যাতায়াত করাই দায় হয়ে উঠেছিল বাসিন্দাদের। এবারেও সেই একই ঘটনার ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়।হাওড়া সেতুতে ওঠার সার্ভিস রোডের পাশে যেভাবে পড়ে রয়েছে আবর্জনা, তাতে সমস্যায় পড়ছেন পথচলতি মানুষ। রাস্তায় হাঁটাচলা করতে অসুবিধায় পড়তে হচ্ছে তাঁদের। দুর্গন্ধের কারণে ওই রাস্তা দিয়ে চলাচল করতে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে।