নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার সাতসকালে কী হল ভিক্টোরিয়ায়? প্রতিদিনের মতো প্রাতঃভ্রমণকারীদের সরিয়ে দিয়ে দ্রুত খালি করে দেওয়া হল মেমোরিয়াল গ্রাউন্ড? বন্ধ হয়ে গেল টিকিট কাউন্টার!
হঠাৎ সবাইকে বের করে কেন খালি করে দেওয়া হল ভিক্টোরিয়া মেমোরিয়াল গ্রাউন্ড? কেন সেখানে আটকে দেওয়া হল সাধারণের প্রবেশ?
কেন বন্ধ হল ভিক্টোরিয়া মেমোরিয়ালের টিকিট কাউন্টারের ঝাঁপ? জঙ্গি আক্রমণ? বোমাতঙ্ক? না কী অন্য কোনও বিপদ?
কোনো কিছু বুঝে ওঠার আগেই ভারী বুটের শব্দ! ভিক্টোরিয়ার মাঠের সাউথ গেট দিয়ে ঢুকল সেনা। বাইরে পজিশন নিল সিআইএসএসফ!
ভেতর থেকে বাইরের কন্ট্রোল ওয়াকিতে খবর এল, এক ভিআইপি প্রাতঃভ্রমণকারীকে ঘিরে ফেলেছে ৮ জঙ্গি! সঙ্গে সঙ্গে শুরু হল অপারেশন।
সকাল সাড়ে ৯ টা থেকে ১০ টা। এই আধ ঘণ্টার রুদ্ধশ্বাস অপারেশন চলছো ভিক্টোরিয়ার প্রাঙ্গনে। তারপর নিউট্রালাইজ করা হল সব জঙ্গিকে। তবে নাছোড় দুই জঙ্গি একটি শ্বেতপাথরের মূর্তির আড়ালে তখনও লুকিয়ে রয়েছে বলে খবর সেনার কাছে। কিন্তু সেখানে পৌঁছনোই যাচ্ছিল না। অবশেষে সাপের মতো সন্তর্পণে মাটি কামড়ে তার দিকে ক্রমশঃ এগিয়ে গেলেন দুই সেনা জওয়ান। অবশেষে তাদেরও নতি স্বীকারে বাধ্য করল সেনা।
না, ভয় পাবেন না। আসলে ঘটনাটা মোটেই এমন কিছু নয়। গোটা ব্যাপারটাই ছিল একটা মক ড্রিল বা মহড়া। সেই খবর আসতেই ফিরল স্বস্তি। জানা গিয়েছে, আর্মি, নেভি এবং সিআইএসএফ যৌথ ভাবে চালাল এই মক ড্রিল। যাতে আচমকাই এই ধরনের কোন অপ্রীতিকর পরিস্থিতি দেখা দিলে কীভাবে পণবন্দিদের মুক্ত করে জঙ্গিদের হাত থেকে এই সব স্মৃতি সৌধ রক্ষা করা যায়।