নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার দুর্নীতি রুখতে নয়া পদক্ষেপ রাজ্যের। কড়া পদক্ষেপের আর্জি জানিয়ে চিঠি বিকাশ ভবনের তরফে।
ট্যাব কেলেঙ্কারি থেকে শিক্ষা নিয়ে কন্যাশ্রী প্রকল্পকে স্বচ্ছ করতে এবার আগেভাগে সতর্ক হওয়ার উদ্যোগ। তরুণের স্বপ্ন প্রকল্পে অ্যাকাউন্ট থেকে টাকা গায়েবের ঘটনা পশ্চিমবঙ্গে উত্তাল ফেলে দেওয়ার পর এখন চিন্তা অন্যান্য প্রকল্পগুলি নিয়ে। সেখান থেকেই শিক্ষা নিয়ে এবার কন্যাশ্রীতে অ্যাকাউন্ট টাকা উধাওয়ের ঘটনা রুখতে রাজ্যে সব জেলাকে চিঠি। চিঠি বিকাশ ভবনের নারী ও শিশু কল্যাণ দফতরের স্পেশাল কমিশনারের। ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার বা এনআইসি রক্ষণাবেক্ষণ করে কন্যাশ্রী প্রকল্পকে। সেই কথাকে মাথায় রেখেই ছয় দফা প্রস্তাব দিয়েছে কন্যাশ্রী। প্রস্তাব গুলি হল,
সমস্যা তৈরি হওয়া অ্যাকাউন্টগুলিতে যথাযথ পাসওয়ার্ড ব্যবহার করা হবে সুরক্ষার স্বার্থে।
ব্যবহৃত সফটওয়্যার অপারেটিং সিস্টেম, ব্রাউজার, প্লাগ ইনস সহ যাবতীয় সিস্টেম যাতে আপডেটেড রাখতে হবে সর্বদা।
ক্ষতিগ্রস্থ সিস্টেমে যদি কোন আন অথরাইজড সফটওয়্যার থাকে তা যেন সঙ্গে সঙ্গে বাতিল করা হয়।
ফায়ার ওয়ালের বদলে অ্যান্টি ম্যালওয়ার, অ্যান্টি রানসামওয়ার, অ্যান্টি এক্সপ্লয়েড সফটওয়্যার যাতে ব্যবহার করা হয়।
প্রতিমুহূর্তে সিস্টেম স্ক্যান করতে হবে।
সন্দেহজনক ওয়েব ব্রাউজার সহ কোনও কিছুই যেন সেভ না হয় সেদিকে নজর দেওয়া হবে।