নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে আরজি করের তথ্যপ্রমাণ লোপাটের জনস্বার্থ মামলায় ডিওপিডি’কে (ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ট্রেনিং ডিপার্টমেন্ট) মামলা থেকে অব্যাহতি দিল আদালত। পাশাপাশি আজ বৃহস্পতিবার এই মামালায় আদালতে রিপোর্ট জমা দিল কেন্দ্র। রিপোর্টে কেন্দ্র জানায় আইপিএস যে রাজ্যে কর্মরত তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব রাজ্যের। রাজ্য ব্যর্থ হলে কেন্দ্রের ভূমিকা থাকে। কেন্দ্রের এই জবাবে সব পক্ষের কাছে হলফনামা তলব কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। আগামী ২৩ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।
উল্লেখ্য, আরজি করের তথ্য প্রমাণ লোপাটের মূল কারিগর বিনীত গোয়েল। নিজের ক্ষমতার অপব্যবহার করে তিনি কাদম্বিনীর ঘটনার তথ্য লোপাট করেছেন এই অভিযোগে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়।
আজকের শুনানিতে কেন্দ্রের তরফে আদালতে জমা দেওয়া রিপোর্টে জানান হয়, যেসব আইপিএসরা রাজ্যে কর্মরত তাঁদের বিরুদ্ধে কোন অভিযোগ উঠলে তার বিবেচনা করার দায় থাকে সংশ্নিষ্ট রাজ্যের ওপর। তবে রাজ্য যদি তাতে ব্যর্থ হয় তাহলে কেন্দ্রের কাছে আপিল করাই যায়। কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক যদি মনে করেন এটা বিভাগীয় তদন্ত করতে পারে। কাদম্বিনীর নাম প্রকাশে এনেছিলেন বিনীত গোয়েল। পাশাপাশি তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ। এই দুইয়ের কারণে বিনীত গোয়েলের বিরুদ্ধে এফআইআর দাবি করে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। সেই মামলার এই নির্দেশ।