প্রধানমন্ত্রীর দফতর সহ একাধিক কেন্দ্রীয় অফিসে চাকরির টোপ, চক্রের পান্ডা শান্তনু ভট্টাচার্যের বাড়িতে সিবিআই

অপরাধ আইন কলকাতা জেলা প্রযুক্তি রাজনীতি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয়ে কেন্দ্রীয় সরকারি চাকরির টোপ! দেশজুড়ে সক্রিয় এক প্রতারণা চক্র। সেই প্রতারণার শিকড় খুঁজতেই এবার এই রাজ্যে হানা দিল দিল্লি থেকে আসা সিবিআই দল।

শুক্রবার সকাল থেকেই সল্টলেক ও নরেন্দ্রপুরে চলছে তল্লাশি। অক্টোবরে প্রধানমন্ত্রীর দফতর থেকে অভিযোগ পেয়ে তদন্তে নামে সিবিআই। অভিযোগ ওঠে, প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক সেজে রেল, প্রতিরক্ষা-সহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দফতরে চাকরির টোপ দেওয়া হচ্ছে। সোশাল মিডিয়ার মাধ্যমে দেশজুড়ে সক্রিয় এই চাকরি প্রতারণা চক্র। সিবিআইয়ের দাবি, তদন্তে উঠে আসে শান্তনু ভট্টাচার্য নামে এক ব্যক্তির নাম। সেই নামের সূত্র ধরেই এদিন হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দারা। 

উল্লেখ্য, গত এক বছর ধরে বিনিয়োগকারীদের আকর্ষণের কেন্দ্রে ছিল রেলওয়ে, প্রতিরক্ষা এবং বিদ্যুৎ বিভাগের স্টক মার্কেটের শেয়ারগুলি। কিন্তু সম্প্রতি এই সেক্টরগুলির শেয়ার স্টকমার্কেটে ধাক্কা খেয়েছে। আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে রেল, প্রতিরক্ষা সহ একাধিক কেন্দ্রীয় অফিসে চাকরির টোপ দেওয়ার পাশাপাশি নিজেকে চিকিৎসক বলেও পরিচয় দিত এই অভিযুক্ত শান্তনু ভট্টাচার্য। সোশাল মিডিয়ায় চাকরি দেওয়ার চক্র ফেঁদে বহু লোকের কাছ থেকে টাকা নিত সে। জানা গিয়েছে, সল্টলেক এ জি ৫৯ এর বাড়িতে কয়েক মাস ধরে ভাড়া থাকছেন অভিযুক্ত। সেই বাড়িতেই আজ সাত সকালে এসে পৌঁছেছে সিবিআই। এছাড়াও নরেন্দ্রপুরেও সকাল থেকে চলছে তদন্ত।