নিজস্ব প্রতিনিধি,কলকাতা: শ্রমিকদের নিয়ে বড়ো সিদ্ধান্ত কেন্দ্রের। গরিবের আর্থিক উন্নতিতে এবার মাথায় হাত কেন্দ্রীয় সরকারের। আর কম টাকায় কাজ করতে হবেনা শ্রমিকদের কেন্দ্রের তরফে বিশেষ নির্দেশ।
গরিবের পাশে কেন্দ্র, কেন্দ্রীও সিদ্ধান্তে উপকৃত হবেন দেশের কয়েক লাখ কর্মচারী। বর্তমান বাজারদর, মূল্যস্ফীতির কথা মাথায় রেখে বাড়ানো হয়েছে শ্রমিকদের মহার্ঘ ভাতা (ভিডিও)। শ্রমিকের নুন্যতম নির্দিষ্ট মজুরি দিতেই হবে এবার থেকে। শ্রমিকের শোষণ রুখতে বেশ কিছু কথা উল্লেখ করা হয়েছে এই প্রকল্পে। বলা হয়েছে,
সুবিধাভোগী অসংগঠিত খাতের শ্রমিক যেমন গ্রাউন্ড নির্মাণ, লোডিং-আনলোডিং, স্যানিটেশন, নিরাপত্তা, কৃষি ইত্যাদি। পরিবর্তনশীল মহার্ঘ ভাতা (ভিডিএ) উন্নয়নের ভিত্তি। প্রতি 6 মাস অন্তর সংশোধনের সময়কাল (এপ্রিল 1 এবং অক্টোবর 1) ন্যূনতম দৈনিক মজুরি ₹783 (অদক্ষ শ্রম, সেক্টর এ)
ন্যূনতম মাসিক মজুরি ₹20,358 (অদক্ষ শ্রমিক, জোন A)।
নতুন ন্যূনতম মজুরি হারঃ
কেন্দ্রীয় সরকার শ্রমিকদের দক্ষতার স্তর এবং ভৌগলিক এলাকার উপর ভিত্তি করে নতুন ন্যূনতম মজুরির হার নির্ধারণ করেছে। এগুলি তিনটি বিভাগে বিভক্ত – A, B এবং C। এলাকা A সর্বোচ্চ মজুরি প্রদান করবে এবং এলাকা C সর্বনিম্ন।
জোন A-এর জন্য নতুন হার:
অদক্ষ শ্রম: প্রতিদিন ₹783 (প্রতি মাসে ₹20,358)
আধা-দক্ষ কর্মী: প্রতিদিন ₹868 (₹22,568 প্রতি মাসে)
দক্ষ শ্রমিক: প্রতিদিন ₹954 (প্রতি মাসে ₹24,804)
অত্যন্ত দক্ষ কর্মীরা: প্রতিদিন ₹1,035 (প্রতি মাসে ₹26,910)
জোন বি এবং সি এর জন্য রেট:
এই ধরনের হারগুলি B এবং C জোনের জন্যও স্থির করা হয়েছে, যেগুলি A থেকে কম। উদাহরণস্বরূপ, B অঞ্চলে একজন অদক্ষ শ্রমিকের ন্যূনতম দৈনিক মজুরি ₹663 হতে পারে এবং C অঞ্চলে তা ₹533 হতে পারে।
নতুন ন্যূনতম মজুরি হার:
নির্মাণ কাজ, লোড এবং আনলোডিং, নিরাপত্তা প্রহরী (সশস্ত্র এবং নিরস্ত্র), পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণ, খনন কাজ, কৃষি শ্রমিক এছারাও অন্যান্য অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য।