নিজস্ব প্রতিনিধি,কলকাতা: এখনও জাঁকিয়ে পড়েনি শীত, এরই মাঝে ফের নিম্নচাপের সম্ভাবনা। নিম্নচাপের প্রভাব থাকবে কয়টি রাজ্যের কয়টি জেলায় জানিয়ে দিল আবহাওয়া দফতর। এখনই হার কাঁপানো শীত নয় পরিবর্তে সম্ভাবনা নিম্নচাপের। নভেম্বরের বাকি দিনগুলিতেও খুব বেশি ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই জানালো হওয়া অফিস। সেক্ষেত্রে জাঁকিয়ে শীত অনুভব করতে আরও বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে। আবহাওয়া শুষ্ক থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার কোনও বড় বদল হবে না। সর্বপরি সব রাজ্যেই ধীরে ধীরে তাপমাত্রা কমবে। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও রাতের সর্বনিম্ন তাপমাত্রাতেও পরিবর্তন হবেনা বিশেষ। পশ্চিমের কম বেশি সব জেলাগুলিতে তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে রয়েছে এরইমধ্যে। আর এবার তার মাঝেই নিম্নচাপের আশঙ্কা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায়। এখন প্রশ্ন এর প্রভাব কি পড়বে বঙ্গে? শনিবারের মধ্যে ঘূর্ণাবর্ত দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। শ্রীলঙ্কা উপকূল ও তামিলনাডু সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সোমবার এই নিম্নচাপ আরও শক্তিশালী হতে পারার আশঙ্কা। তবে চিন্তার কারণ নেই, কারণ এই নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব পড়বে না বঙ্গে। আপাতত হওয়া অফিসের বার্তা অনুযায়ী অল্প শীত, কুয়াশার আচ্ছাদনেই বিপদমুক্ত জেলাগুলি।