নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রয়াত ‘লাল পাহাড়ির দেশের’ স্রষ্টা, কবি অরুণ চক্রবর্তী। গতকাল শুক্রবার রাত একটা নাগাদ চুঁচুড়া ফার্ম সাইড রোডে তাঁর ‘সোনাঝুরি’ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন কবি। চিকিৎসক এসে জানিয়ে দেন লাল পাহাড়ের দেশ ছেড়ে চলে গিয়েছেন কবি, আর ইহলোকে নেই তিনি। ৮০ বছর বয়েসেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।
কবিকে শ্রদ্ধা জানাতে আসেন স্থানীয় বিধায়ক থেকে শহরের বইমেলা কমিটি ও বিশিষ্টজনরা। কবির বৌমা সুদেষ্ণা চক্রবর্তীর কথা অনুযায়ী, গতকাল কলকাতার মোহরকুঞ্জে জঙ্গল মহল উৎসবে যোগ দিতে গিয়েছিলেন। একটু ঠান্ডা লেগেছিল। ফুসফুসে সমস্যা ছিল করোনার পর থেকেই। সান্টাক্লজের মত লাল পোশাক আর কাঁধে ঝোলা ব্যাগ মাথায় রঙিন রুমাল বাধা ছিল অরুণ চক্রবর্তীর ট্রেড মার্ক। ঝোলায় থাকত চকলেট, যা তিনি ছোটোদের দেখলেই দিতেন। সবাইকে ডাকতেন বুড়ো বলে। তাঁর প্রয়াণে জেলার কবি সাহিত্যিক মহল সহ সংস্কৃতি জগতে সবাই শোকাহত। কবির মরদেহ বাড়ি থেকে নিয়ে গিয়ে চুঁচুড়া রবীন্দ্র ভবনের মুক্ত মঞ্চে শায়িত রাখা হবে। সেখানে শেষ শ্রদ্ধা জানাবেন তাঁর গুণগ্রাহীরা। পরে শ্যাম বাবুর ঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে।