পুরসভার ভেতরে জুয়ার আসর! গ্রেফতার ১৩

অপরাধ জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়া পুরসভার মধ্যে জুয়ার আসর! হাওড়া থানার অভিযানে গতরাতে গ্রেফতার ১৩ জন। বাজেয়াপ্ত ৩৬ হাজার টাকা। পুরসভা বন্ধ হয়ে যাবার পর সেখানে বহিরাগতরা কিভাবে প্রবেশ করছে তা খতিয়ে দেখছে পুরসভা।

হাওড়া পুরসভার মধ্যে চলছিল জুয়ার আসর।পুরসভার পেছনের দিকে রয়েছে সাফাই কর্মীদের কোয়ার্টার। সেখানেই দীর্ঘদিন ধরে চলছিল জুয়া। গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া থানার পুলিশ অভিযান চালায়। গতকাল শুক্রবার রাতে হাতেনাতে গ্রেফতার করা হয় মোট ১৩ জনকে। বাজেয়াপ্ত করা হয় নগদ ৩৬ হাজার টাকা। কিন্তু পুরসভার নিরাপত্তাকর্মীদের নজর এড়িয়ে কিভাবে চলছিল জুয়ার আসর?পুরসভা বন্ধ হয়ে যাবার পর কিভাবে বহিরাগতরা জুয়া খেলতে ভেতরে আসতে পারতো তা নিয়ে উঠছে প্রশ্ন।

এক কর্মী জানান রাতের বেলা গেট খোলা রেখেই নিরাপত্তা কর্মী ঘুমিয়ে পড়েন। কোনও বড় ঘটনা ঘটলে কে দায় নেবে? প্রশাসক সুজয় চক্রবর্তী জানান, ‘পুরসভা বন্ধ হবার পর কিভাবে বহিরাগতরা প্রবেশ করছে তা খতিয়ে দেখা হচ্ছে।কর্তব্যে গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’