৭৭৮ জন ক্যাডেট সাব ইনস্পেক্টরের পাসিং আউট প্যারেডে অভিবাদন গ্রণ করেন রাজীব কুমার

আইন রাজ্য

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: শুক্রবার ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত বিবেকানন্দ রাজ্য পুলিশ অ্যাকাডেমির মাঠে অনুষ্ঠিত হল বিশেষ পাসিং আউট প্যারেড। এই প্যারেডে অংশ নেন পাসিং আউট পশ্চিমবঙ্গ পুলিশের আর্মড ও আন আর্মড ব্রাঞ্চের ক্যাডেটের সাব ইন্সপেক্টররা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বয়ং পশ্চিমবঙ্গ পুলিশের মহা নির্দেশক রাজীব কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ অ্যাকাডেমির ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার ড. প্রণব কুমার।

এছাড়াও এদিন মাঠে একদিকে যেমন উপস্থিত থাকতে দেখা যায় এস.টি.এফ প্রধান বিনীত গোয়েল, দময়ন্তী সেন, জ্ঞানবন্ত সিং, নিরজ কুমার সিং, মুরলি ধর, ব্যারাকপুরের নগরপাল অলোক রাজোরিয়া সহ একাধিক বিশিষ্টরা।

এদিন পাসিং আউট প্যারেডের সকল সদস্যদের অভিবাদন গ্রহণ করেন প্রধান অতিথি পুলিশের মহা নির্দেশক রাজীব কুমার।

এবারের পাসিং আউট প্যারেডে উপস্থিত ছিলেন আর্মড ব্রাঞ্চের ২০২৩-২৪ সালের ৩৯ নম্বর ব্যাচের ১৪৪ জন ক্যাডেট সাব ইনস্পেক্টর এবং আন আর্মড ব্রাঞ্চের ২০২৩-২৪ সালের ৬৯ নম্বর ব্যাচের ৫৫৪ জন সাব ইনস্পেক্টর ও ৮০ জন লেডি সাব ইনস্পেক্টর। মোট ৭৭৮ জন ক্যাডেট সাব ইনস্পেক্টর।

আগামীতে নিজ দায়িত্ব পালন করতে চলেছেন তাঁরা সকলেই। সুন্দর ব্যান্ডের তালে তাল মিলিয়ে সকল ক্যাডেট সাব ইনস্পেক্টর তাঁদের মার্চ পাস্টের মাধ্যমে এক আলাদা নিয়মানুবর্তিতার পরিচয় দেন। যা নিঃসন্দেহে মনমুগ্ধ করে সকল দর্শকদের।