নিউজ পোল ব্যুরো: একটি পরিত্যক্ত ঘরের সামনে শনিবার সকালে মেলে এক সিভিক ভলান্টিয়রের ঝুলন্ত দেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ডাকবাংলো পাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অনুমান, ওই সিভিক ভলান্টিয়ার আত্মহত্যা করেছেন।
কিন্তু, কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিতে গেলেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। বিষয়টি জানতে পেরেই ঘটনাস্থলে যায় গঙ্গারামপুর থানার পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই সিভিক ভলান্টিয়ারের মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই সিভিক ভলান্টিয়ায়েরর নাম বিজয় সিং (৩৭)। বাড়ি গঙ্গারামপুর শহরের সাহাপাড়া এলাকায়। এদিন সকালে ডাকবাংলা পাড়ার এক বাসিন্দা পরিত্যক্ত ওই ঘরের সামনে তাঁর ঝুলন্ত দেহটি দেখতে পান। এরপর তিনি পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা ও গঙ্গারামপুর থানায় খবর দিলে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই সিভিক ভলান্টিয়ারের মৃতদেহ উদ্ধার করে। তারপরই তা ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করা হয়।
অনেকেরই ধারণা মানসিক কোনও চাপ থেকেই ওই সিভিক ভলান্টিয়ার আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।