নিজস্ব প্রতিনিধি, বারুইপুর: গাড়িতে লাগানো রয়েছে চিকিৎসকের স্টিকার। আর সেই গাড়ি নাকা চেকিংয়ে আটকে তল্লাশি চালাতেই ভেতর থেকে মিলল থরেথরে সাজানো গাঁজা! সঙ্গে প্রচুর নগদ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বারুইপুরে। গাড়ি থেকে উদ্ধার হল প্রায় ১২০ কেজি গাঁজা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা। শুক্রবার রাতে বারুইপুর থানা এলাকার কুরালি মোড়ে নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। তখনই ‘চিকিৎসক’ স্টিকার লাগানো একটি প্রাইভেট গাড়িতে তল্লাশি চালাতে গিয়েই চক্ষু চড়কগাছ। ওই গাড়ির ভেতর থেকেই উদ্ধার হয় এই বিপুল পরিমাণের গাঁজা। সঙ্গে উদ্ধার হয় ১ লক্ষ ৮৮ হাজার টাকা নগদ।
কোথা থেকে এই গাঁজা আসছে, কারা জড়িত তাঁর তদন্ত শুরু করেছে পুলিশ। ওড়িশার বালাসোরের বাসিন্দা বাসন্তী সেনাপতি সহ গাড়ির চালক দেবনাথ নস্কর, শৌভিক বৈদ্য ও কার্তিক নস্করকে গ্রেফতার করে পুলিশ। এরমধ্যে শৌভিক ক্যানিংয়ের বাসিন্দা, কার্তিক কুলতলির বাসিন্দা বলে জানা গেছে।
ধৃতদের বিরুদ্ধে মাদক সংক্রান্ত নির্দিষ্ট ধারায় মামলা রুজুর পর শনিবার তাঁদের বারুইপুর আদালতে তোলা হয়। বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস জানান, ‘গাড়িটি বালাসোর থেকেই আসছিল। যাওয়ার কথা ছিল ক্যানিংয়ের দিকে। কিন্তু, গাড়ি কার তা খতিয়ে দেখা হচ্ছে। কোথায় কোন উদ্দেশ্যে মাদক নিয়ে যাওয়া হচ্ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে।’ তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মাদক পাচারই ছিল ধৃতদের মূল উদ্দেশ্য।