ভাগীরথীতে তলিয়ে গেল দুই নাবালক

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো, শান্তিপুর: নদীতে স্নান করতে নেমে ভাগীরথীর জলে তলিয়ে গেল দুই শিশু! নদিয়ার শান্তিপুর থানার স্টিমার ঘাটের এই ঘটনায় শিশুদের খোঁজে ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই স্টিমার ঘাটে শান্তিপুর এলাকার কিছু মানুষ স্নান করছিলেন। ঠিক তখনই দুই শিশু গেঞ্জি খুলে স্নান করতে নদীতে নামে। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘক্ষণ দুটো বাচ্চা ভাগীরথী নদীর ঘাটে স্নান করছিল, খেলা করছিল। কিন্তু খেলতে খেলতে ঘাট থেকে অনেকটাই দূরে হঠাৎই চলে যায় তারা। আশপাশে যারা স্নান করছিলেন, তাঁরা তা দেখতে পেয়ে নিষেধও করেন। কিন্তু বাচ্চারা খেলতে এতটাই মগ্ন ছিল যে সেই বারণ শোনেনি।  বারবার জলে  ডুব দিতে থাকে তারা। এরপরেই হঠাৎই তলিয়ে যায়। এই খবর জানাজানি হতেই ঘটনাস্থলে ছুটে আসে শান্তিপুর থানার পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী, দু’জনই নাবালক। বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছরের মধ্যে হবে। তবে তাদের পরিচয় সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে  অনুমান করা হচ্ছে, ওই দুই শিশু স্টিমার ঘাট সংলগ্ন এলাকার না হলেও শান্তিপুরের বাসিন্দা। পুলিশ ওই দুই নাবালকের পরিচয় জানার পাশাপাশি নদীতে  ডুবুরি নামিয়ে তল্লাশি চালাচ্ছে।