নিজস্ব প্রতিনিধি, হুগলি : না স্নিফার ডগ ও ড্রোন উড়িয়েও বাবা মার কোলে ফিরিয়ে দেওয়া গেল না গুপ্তিপাড়ায় নিখোঁজ শিশু স্বর্ণাভ সাহাকে। তার মৃতদেহ উদ্ধার হল, বাড়িরই বাথরুম থেকে। আটক দাদু ঠাকুমা জেঠিমা।
বলাগড়ের গুপ্তিপাড়া বাদাগাছি এলাকায় ৫ বছরের শিশু স্বর্ণাভ সাহার নিখোঁজের ঘটনায় নয়া মোড়। দীর্ঘ তল্লাশির পর, রবিবার ভোর ৫টা নাগাদ তার দাদু শম্ভু সাহার শৌচালয় থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে জানান।
আরও পড়ুনঃ https://thenewspole.com/2024/11/24/child-missing-from-his-house-sniffer-dog-came/
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির নিখোঁজ হওয়ার পর থেকেই পুলিশ ড্রোন ক্যামেরা নিয়ে ডোবা-পুকুর জঙ্গলে তল্লাশি চালায়। রাতে নিয়ে আসা হয় স্নিফার ডগ। অবশেষে বাড়ির শৌচালয় থেকেই উদ্ধার হয় তার প্রাণহীন দেহ! পুলিশ শিশুটির দাদু ঠাকুমা ও জেঠিমাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
হুগলি জেলা গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানিয়েছেন, বলাগড়ের গুপ্তিপাড়ায় শিশু নিখোঁজ এর ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে এরই মধ্যে অপহরণের মামলা রুজু হয়েছে। ঘটনায় শিশুর
দাদু, ঠাকুমা, জ্যেঠিমাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গতকাল এলাকার সব জায়গা এমনকি শৌচালয়েও তল্লাশী চলে, কিন্তু তারপর আজ সকালে কি ভাবে শিশুটি শৌচালয় থেকে উদ্ধার হল তাই ভাবাচ্ছে তদন্তকারী পুলিশ আধিকারিদের।
এই ঘটনায় তন্ত্র-যোগ খতিয়ে দেখছে পুলিশ। তাদের নজরে এক তান্ত্রিকও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিশুটির বাবা-মায়ের সঙ্গে প্রতিদিনই প্রায় ঠাকুমা, জেঠিমার ঝামেলা লেগে থাকত। এমনকি শনিবার সন্ধ্যায় যখন সকলে শিশুটিকে খোঁজার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তখন তার ঠাকুমা গিয়েছিল এক তান্ত্রিকের সঙ্গে দেখা করতে। সেই থেকে পুলিশের সন্দেহ আরও জোরালো হয়।