বাড়ি থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ শিশুর, তল্লাশিতে ড্রোন ও পুলিশ কুকুর

অপরাধ জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, হুগলি: গুপ্তিপাড়ায় বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ শিশু! তল্লাশি চালাতে নিয়ে আসা হল স্নিফার ডগ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বলাগড় থানার গুপ্তিপাড়া বাধাগাছি এলাকার বাসিন্দা যাদব ও সুপ্রিয়া সাহার পাঁচ বছরের ছেলে স্বর্ণাভ সাহা শনিবার সকালে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়।ঠাকুমার ঘরে খেলতে যাচ্ছে বলে। কিছু সময় পর তাকে আর দেখতে পাওয়া যায়নি! বেলা গড়িয়ে গেলেও শিশুর খোঁজ না মেলায় এলাকাবাসীও তন্নতন্ন করে খোঁজে। কোথাও তার চিহ্ন পর্যন্ত মেলেনি!
খবর যায় পুলিশে। বলাগড় থানার পুলিশ আসে। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র বাধাগাছিতে শিশুর বাড়িতে যান। শিশুর বাড়ির খুব কাছেই রেল লাইন। গুপ্তিপাড়া রেল স্টেশন কয়েকশ মিটার দূরে। ড্রোন উড়িয়ে খোঁজ চালানো হয় দিনের বেলায়। সূত্রে পেতে রাতে নিয়ে আসা হয় স্নিফার ডগ। চলে তল্লাসী। যদি কোনও সূত্র পাওয়া যায় তার চেষ্টা চলছে।

শিশুটির বাবা যাদব সাহা একজন গাড়ি চালক। মা গৃহবধূ। তাঁদের সন্তান বাড়ি থেকে কী করে হারিয়ে গেলো বুঝতে পারছেন না।শিশুর প্রতিবেশি এলাকার বাসিন্দারা সকাল থেকে রাত পর্যন্ত বাড়ির সামনেই ভিড় করেন।সুস্থ অবস্থায় শিশুটি যাতে উদ্ধার হয় সেই খবরের জন্য।

পুলিশ সূত্রে জানা গেছে এখনও তেমন কোনও সূত্র হাতে আসেনি। যার মাধ্যমে কিছু আন্দাজ করা যায়। পরিবার প্রতিবেশীদের সঙ্গে কথা বলে সেই সূত্রেরই খোঁজ চালানো হচ্ছে। পুলিশ কুকুর নিয়ে এসেও চেষ্টা চলছে।