সঞ্জয় রায়চৌধুরী, কলকাতা: রবিবার সকালে উল্টোডাঙার বিধ্বংসী আগুনের পর রাতে ফের আগুন লাগার ঘটনা ঘটেছে। কলেজস্ট্রিটে মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমারজেন্সি বিভাগের ঠিক বিপরীত বিল্ডিংয়ে কার্ডিও মেডিসিন ডিপার্টমেন্টের যে বাথরুম রয়েছে সেই বাথরুমে মূলত আগুন ধরে যায়। কিভাবে আগুন লেগেছে সেটা এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি।
মেডিক্যাল কলেজে যারা নিরাপত্তা রক্ষী রয়েছে তাঁদের তৎপরতাতেই আগুন নিয়ন্ত্রনে আনা গেছে। তবে খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। দমকল আধিকারিকরা আসার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। পরে আগুন লাগার জায়গা তদারকি করার পর দমকল আধিকারিকরা ফিরে যান।
ঘটনাস্থলে কলকাতার মেয়রের নির্দেশে ছুটে আসেন ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে। কোন বড় ক্ষয়ক্ষতি হয়নি। রোগীরাও সুরক্ষিত আছেন। তবে কী কারণে এই আগুন লাগল তা তদন্ত করে দেখা হবে। দোষী ব্যক্তিদের অবশ্যই শাস্তি দেওয়া হবে।