নিজস্ব প্রতিনিধি, হুগলি: সিঙ্গুরের ন’ পাড়ায় তুলো থেকে সুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুন। দমকলের ৭ টি ইঞ্জিন ঘটনাস্থলে। দাউ দাউ করে আগুন জ্বলছে।
সিঙ্গুর ও পোলবা থানার সীমানা এলাকায় দিল্লি রোডের ধারে পুরনো তুলো থেকে সুতো তৈরির কারখানায় আজ রবিবার সন্ধায় হঠাৎই আগুন লাগে। সিঙ্গুর থানা ও পোলবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। খবর পেয়ে প্রথমে দমকলের ৫ টি ইঞ্জিন আসে পরে আগুনের ভয়াবহতা দেখে আরও পাঁচটি ইঞ্জিনের কথা জানানো হয়। বর্তমানে দমকলের ৭ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করছে। তবে কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ জানা যায়নি।
কারখানার ভেতরে প্রচুর পরিমাণে তুলো মজুদ থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের ডিভিশনাল অফিসার রঞ্জন ঘোষ বলেন, ‘আগুন অনেকটাই বড়। এখানে জলের অভাব রয়েছে। এরই মধ্যে ৭টি ইঞ্জিন এসেছে আরও তিনটি ইঞ্জিন কথা বলা হয়েছে। পাশের একটি খাল থেকে জল তোলা হয়েছে দমকলের গাড়ির জল শেষ হলে খালে জল নেওয়ার জন্য পাঠানো হচ্ছে। এখানে গোডাউন এবং যন্ত্রাংশ রয়েছ চারিদিক দিয়ে আগুনটাকে ঘিরে ফেলা হয়েছে। কারখানায় জলের ব্যবস্থা থাকলেও বিদ্যুৎ সংযোগ কেটে ফেলার জন্য জলের সরবারও বন্ধ রয়েছে। কারখানার ওপরেই বিদ্যুতের তার গেছে সেখানে বিদ্যুৎ সংযোগ সাময়িক ভাবে কেটে দেয়া হয়েছে।’
কারখানা এক শ্রমিক মহম্মদ হোসেন বলেন, ‘বিকাল চারটে নাগাদ আগুন লাগে। দুটো শিফটে আড়াইশো জন লোক কাজ করে এই কারখানায়। আমি মেশিন চালাই। তুলো থেকে সুতো তৈরি কাজ হয় এখানে। কাজ করার সময় হঠাৎই আগুন লেগে যায়। প্রশাসনের আধিকারিকরা এসে আগুন নেভানোর কাজ চালাচ্ছে। অনেকটাই আগুন নেভানো সম্ভব হয়েছে।’