ইন্টারনেট পরিষেবা দেওয়ার নাম করে লুঠ, ধৃত ১

অপরাধ জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেক পূর্বাচলে বাড়িতে ইন্টারনেট পরিষেবা দেওয়ার নাম করে এসে ২ লক্ষ ৮০ হাজার টাকা এবং সোনার গয়না লুঠ। বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে লুঠের ঘটনায় ১ অভিযুক্ত শুভঙ্কর মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। যিনি প্রাক্তন শিক্ষিকা ওই বৃদ্ধার প্রয়াত স্বামীর চিকিৎসা সহায়ক ছিলেন। তাঁর কাছ থেকে উদ্ধার 1লাখ ৫ হাজার নগদ টাকা, একটি মোবাইল ফোন ও অপরাধে ব্যবহৃত সিরিঞ্জ।

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে এই ঘটনায় আরও একাধিক ব্যক্তি জড়িত রয়েছে। তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, গতকাল শনিবার সকালে সল্টলেকের পূর্বাচলে অবসরপ্রাপ্ত এক শিক্ষিকার বাড়িতে ইন্টারনেট পরিষেবা দেওয়ার নাম করে এসে ফাঁকা বাড়িতে একা পেয়ে প্রথমে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয় অভিযুক্তরা। এর পরে গলা টিপে ধরে দুই যুবক ইনজেকশন দিয়ে সংজ্ঞাহীন করে প্রাক্তন ওই শিক্ষিকার বাড়িতে থাকা দু লাখ আশি হাজার টাকা ও সোনার গয়না লুঠ করে পালিয়ে যায়। পরে এই ঘটনায় বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের হয়। গোটা ঘটনার তদন্তে নামে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ। পুলিশের হাতে গ্রেফতার হয় মূল অভিযুক্ত শুভঙ্কর মুখোপাধ্যায়।