ভর সন্ধ্যায় কলকাতার বুকে প্রকাশ্য রাস্তায় ব্যবসায়ীকে চপারের কোপ

অপরাধ কলকাতা রাজ্য শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার খাস কলকাতায় ভর সন্ধ্যাবেলায় রক্তারক্তি কাণ্ড! উত্তর কলকাতার জোড়াবাগানের নতুন বাজারে প্রকাশ্য রাস্তায় ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ! পেছন থেকে এসে ব্যবসায়ীকে চপারের কোপ মারে এক যুবক।

পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান পারিবারিক বিবাদের জেরেই এই হামলা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। জখম ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবারের তরফে জানা গেছে, আক্রান্ত ব্যক্তির নাম কার্তিক সরকার ওরফে অমিত। ২৮/৩ পাথুরিয়া ঘাট স্ট্রিটের মুরগি পট্টি অঞ্চলের বাসিন্দা। পেশায় সবজি বিক্রেতা। আজ বিকেল সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে ৫ জন মিলে তাঁকে ধরে চপার দিয়ে কোপ মারে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এই মুহূর্তে তাঁর চিকিৎসা চলছে। পাশাপাশি জোড়াবাগান থানায় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে।