ব্যবসায়ী অপহরণের ঘটনায় ধৃত ৫

অপরাধ জেলা রাজ্য

সাড়ে পাঁচ কোটি টাকা মুক্তিপণ চেয়ে বেলুড়ের দুই ব্যবসায়ী ভাইকে অপহরণের ঘটনায় সাফল্য পুলিশের, গ্রেফতার ৫

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সাড়ে পাঁচ কোটি টাকা মুক্তিপণ চেয়ে বেলুড়ের দুই ব্যবসায়ী ভাইকে অপহরণের ঘটনায় সাফল্য পেল হাওড়া সিটি পুলিশ। এরই মধ্যে এই ঘটনায় ৫ অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ধৃতদের হাওড়া আদালতে তোলা হবে। এই বিষয়ে শনিবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ বিশপ সরকার বলেন, ‘গত ২১ নভেম্বর রাতে বেলুড়ের ভোটবাগান এলাকার এক বাসিন্দা থানায় অভিযোগ করেন যে তাঁর দুই ছেলে ব্যবসার কাজে নদিয়া গিয়েছেন। রাত ন’টা পর্যন্ত সব ঠিকঠাক থাকলেও রাত ১১টা নাগাদ প্রথমে ছেলে তারপর অজানা ব্যক্তি ফোন করে জানায় তাঁর দুই ছেলেকেই অপহরণ করা হয়েছে। মুক্তিপণ হিসেবে বড় ছেলের জন্য সাড়ে তিন কোটি টাকা এবং ছোট ছেলের জন্য ২ কোটি টাকা চাওয়া হয়েছে। সেই অভিযোগ পেয়েই দ্রুত তদন্ত শুরু হয়। এরপর ওসি বেলুড়ের নেতৃত্বে এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা দফতরের সহায়তায় একটি তদন্তকারী দল তৈরি করা হয়। সারারাত ধরে ফোন আসে মুক্তিপণের টাকার জন্য। টাকা পাঠানোর জন্য ফোনের মাধ্যমে দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর ওয়া হয়। এছাড়াও একটি ফোন পে নম্বর দেওয়া হয়। শুরুতে এদের লোকেশন নদিয়ার রানাঘাটে পাওয়া যায়। এরপর আইসি রানাঘাট, আইসি কল্যাণীর সঙ্গে যোগাযোগ করা হয়। লোকেশন পাওয়ার পর আমাদের টিম সেখানে পৌঁছনোর জন্য মুভ করলে দেখা যায় তাদের লোকেশন ফারাক্কায়। ওখানে জঙ্গিপুর পুলিশ স্টেশনে যোগাযোগ করা হয়। সেখানকার একটি হোটেলের একটি রুমে অপহৃতদের আটকে রাখা হয়েছিল। ওই অপহৃতরা কোনওরকমে হোটেলের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে থানায় যোগাযোগ করতে বলেন। এরপর ওই হোটেলের ম্যানেজার স্থানীয় থানায় যোগাযোগ করেন। ফারাক্কা থানার পুলিশ খবর পাওয়া মাত্রই দ্রুত সেই হোটেলে পৌঁছয় এবং অপহৃতদের উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার করে। হাওড়া সিটি পুলিশের টিম সেখানে পৌঁছয় অপহৃতদের উদ্ধার করে নিয়ে আসে।’