মহেশতলায় রাতের অন্ধকারে ব্যাঙ্কে দুঃসাহসিক চুরি! আতঙ্কে এলাকাবাসী

অপরাধ রাজ্য

নিজস্ব প্রতিনিধি, মহেশতলাঃ দুঃসাহসিক চুরির সাক্ষী হল মহেশতলার বাটা মোড়। এসবিআই শাখায় দুঃসাহসিক চুরি। জনবহুল এলাকার ব্যাঙ্কে রাতে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। আর সকালে ব্যাঙ্ক খুলতেই ভরা লোকালয় আতঙ্কে থমথমে হয়ে উঠলো। সূত্র মারফত জানা গিয়েছে, ব্যাঙ্কের ভল্ট এবং পেছনের দরজা দুটোই ভাঙা ছিল। তবে চুরির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি। পুলিশ সূত্রে খবর, ভেতরে থাকা সিসি টিভির সমস্ত সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা সিসি টিভির ডিভিডি প্লেয়ার এবং কেবল কেটে নিয়ে চলে গিয়েছে। যার ফলে সাময়িক ভাবে পরিষেবা বন্ধ করা হয়। এদিকে আবার এই ঘটনাকে ঘিরেও এলাকায় শোরগোল পড়ে যায়।

দীর্ঘক্ষণ ব্যাঙ্ক বন্ধ টাকায় মেজাজ হারান গ্রাহকেরা। ঘিঞ্জি এলাকার এহেন ঘটনায় স্বাভাবিকভাবেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। খবর ছড়াতেই ব্যাঙ্কের সামনে ধীরে ধীরে ভিড় জমান উদ্বিগ্ন গ্রাহকেরা।পুলিশ জানিয়েছে, ব্যাঙ্কের ভেতরের CC ক্যামেরার তার কাটা ছিল, DVR-ও গায়েব। তবে চুরি যাওয়া টাকা বা খোওয়া যাওয়া সমগ্রীর পরিমাণ এখনও পর্যন্ত স্পষ্ট করা হয়নি ব্যাঙ্কের তরফ থেকে। স্থানীয়দের অভিযোগ, রাতে ব্যাঙ্কে কোনও নিরাপত্তারক্ষী থাকেন না। কাজেই চুরির ঘটনায় খুব একটা অস্বাভাবিক ভাবে দেখছেন না এলাকাবাসী। সেই সুযোগেই লুঠ বলে অনুমান পুলিশেরও।