নিউজ পোল ব্যুরো, দত্তপুকুর: আজ সোমবার সকালে কাজে আসেননি কর্মচারি। মিষ্টির দোকানে ক্রেতার লাইন পড়ে গেছে। বাধ্য হয়েই পাশেরই এক ব্যক্তিকে কর্মচারির বাড়িতে ডাকতে পাঠান দোকানের মালিক। সে গিয়ে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ঘরের দরজা খুলতে গিয়ে চক্ষু চড়কগাছ। রক্তাক্ত অবস্থায় ঘরের ভেতরে পড়ে রয়েছেন ওই ব্যক্তি।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর চালতাবেরিয়ায়। বছর পঁয়তাল্লিশের পরিতোষ পাণ্ডে স্থানীয় একটি মিষ্টির দোকানে কাজ করেন। তাঁর আদি বাড়ি মুর্শিদাবাদে। তবে এখানে তিনি একাই থাকতেন। এ দিন সকালে কাজে না আসায় মালিক তাঁর ডাকতে লোক পাঠিয়ে দেখেন এই অবস্থা! ঘটনার খবর জানাজানি হতেই এলকায় হইচই পড়ে যায়।
এরপর তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বাড়ির মধ্যে কেউ চুরি করতে এসে পরিতোষকে খুন করেছে। বা অন্য কারও সঙ্গে বিবাদের জেরে খুন হয়ে থাকতে পারেন তিনি। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
স্থানীয় বাসিন্দারা বলেন, ‘যখন মৃতদেহ নিয়ে যাচ্ছিল তখন দেখলাম মাথাটা একটু কাটা। রক্ত মাখা। এই বাড়িতে তিনি একাই থাকতেন।’