কালীঘাটের কাকুর জামিনের শুনানি শেষ, রায়দান স্থগিত

অপরাধ আইন কলকাতা রাজ্য শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের জামিনের আবেদন মামলার শুনানি শেষ। রায় দান স্থগিত কলকাতা হাই কোর্টে। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র জামিনের আবেদন করেছিলেন কলকাতা হাই কোর্টের কাছে। সেই মামলায় আজ সোমবার শুনানি শেষে রায় দান স্থগিত রাখলেন বিচারপতি।

উল্লেখ্য, জামিন চান নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া সুজয়কৃষ্ণ ভদ্র। অন্যদিকে সুজয়কৃষ্ণ ভদ্রের আইনজীবী জানান, জামিন না দিলেও আদালত যেন তাঁকে বাড়িতে ইডির নজরবন্দিতে থাকার অনুমতি দেন। সওয়াল জবাব শুনে এই মামলার এখনও কোন রায় জানানি বিচারপতি।