বকেয়া গাড়ির কর সময় মতো পরিশোধের আর্জি মন্ত্রীর

আইন কলকাতা রাজনীতি রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ ট্যাক্স দিতে খেয়াল থাকে না দামী গাড়ির! দামী গাড়ি কেনার পরেই ট্যাক্সে পরে ফাঁকি, অসন্তোষ প্রকাশ পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর।
আগেই জানা গিয়েছিল রাজ্যে কার্যকর হতে চলেছে নতুন রোড ট্যাক্স বিধি। চলবে নতুন নতুন বিধি মেনে রোড ট্যাক্স আদায়। নিয়মিত ট্যাক্স আদায় করবে রাজ্যের পরিবহণ দফতর। ব্যক্তিগত এবং বাণিজ্যিক উভয় গাড়ির ক্ষেত্রেই এই নতুন বিধি কার্যকর হতে চলেছে। নতুন নিয়মে রাজ্যের রাজস্ব আদায় বাড়ার আশা দেখেছিল রাজ্য সরকার। কিন্তু বর্তমানে আবারও গাড়ির ট্যাক্স নিয়ে সংশয় প্রকাশ করতে দেখা গেল রাজ্যের তরফে। ট্যাক্স দেওয়ায় গাফিলতি করছেন অনেকেই এমনই অভিযোগ করলেন স্বয়ং রাজ্যের পরিবহণ মন্ত্রী। বিশেষত দামি গাড়িগুলির মালিকেরা নানা কারণে বাকি রাখছেন ট্যাক্স! যা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বললেন, ‘গাড়ি চালকদের নিয়মিত রোড ট্যাক্স দিতে হয়, সেটা যদি নিয়মিত সকলে দেয় তাহলে সরকারের আর রেভিনিউ নিয়ে ভাবতে হবে না।’ অর্থাৎ সরকারি খাতে ট্যাক্স জমা না পড়ায় অসুবিধায় পড়ছে রাজ্য এদিন তাঁর বক্তব্যের মাধ্যমে স্পষ্টতই বুঝিয়ে দেন পরিবহণ মন্ত্রী।
এদিন তিনি আরও বলেন, ‘আমরা লক্ষ্য করেছি বেশ কিছু দামি গাড়ি সেইসব গাড়ির মালিকদেরও অনেকটাই রোড ট্যাক্স বাকি রয়েছে এবং সেই সংখ্যাটাও বড় ধরনের বাকি রয়েছে। তাঁদের কাছে আমরা অনুরোধ রাখছি সব সময়।’ এদিন স্নেহাশীষ চক্রবর্তী অনুরোধ করেন, সেই সব গাড়ির মালিকদের সময় মতো ট্যাক্স দেওয়ার জন্য। উল্লেখ করেন একমাত্র তাহলেই উপকৃত হবে সরকার। এদিন তিনি একাধিক গাড়ির মালিককে গাড়ির কাগজপত্র নতুন করে ঠিক করার নির্দেশও দেন।