দীঘার মুকুটে জুড়তে চলেছে নতুন পালক

আন্তর্জাতিক কলকাতা জেলা দেশ রাজ্য শহর

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: প্রভু জগন্নাথ দেবের পর এবার শ্রীচৈতন্যদেব। হ্যাঁ, একেবারেই তাই। দীঘা বেড়াতে গেলে এবার জগন্নাথ দেবের মন্দিরের পাশাপাশি দেখা মিলবে শ্রীচৈতন্যদেবের। দীঘায় ঢোকার সময় যেমন বিশাল একটা তোরণ পরে ঠিক সেরকমই একটি দ্বার তৈরি করা হতে চলেছে। যা তৈরি করা হবে যেখানে জগন্নাথ দেবের মন্দির হচ্ছে তার কাছেই।

সূত্রের খবর প্রায় চার কোটি টাকার বেশি খরচ হবে এই দ্বার তৈরি করতে। এরই মধ্যে সবরকম মাপ যোগের কাজ শেষ হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই তোরণ তৈরির কাজ শুরু হবে। তবে এই দ্বার যে সে দ্বার নয়, এখানে একদিকে যেমন শ্রীচৈতন্যদেবের কর্মজীবন নিয়ে বিভিন্ন শিল্পকর্ম থাকবে ঠিক তেমনই তার বিলীন হয়ে যাওয়ার কথাও লেখা থাকবে ওই দ্বারে।

অন্যদিকে, দীঘা উন্নয়ন পর্ষদ সূত্রে খবর, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে জগন্নাথ মন্দিরের কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ডিসেম্বর মাসে ওই মন্দির পরিদর্শন করতে যেতে পারেন বলে নবান্ন সূত্রে খবর। তবে শ্রীচৈতন্যদেবের নামাঙ্কিত এই দ্বার তৈরি হলে যে পর্যটকদের মধ্যে আরও উৎসাহ দেখা দেবে তা নিয়ে কোনও প্রশ্নই থাকতে পারে না। এখন শুধু সময়ের অপেক্ষা তারপরেই দীঘার মুকুটে এই নতুন পালককে দেখতে উপচে পড়বে ভিড় এমনটাই দীঘা উন্নয়ন পর্ষদ সূত্রে খবর।