নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ ফ্যাশন ইন্ডাস্ট্রি আজকের প্রজন্মের কাছে নতুন নতুন অনেক কর্ম সংস্থানের দিক খুলে দিচ্ছে। যার ফলে এই ইন্ডাস্ট্রির চাহিদা দিন কে দিন বেড়েই চলেছে। এই সব দিক মাথায় রেখেই এবার ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এক বিরাট সাফল্যের দুয়ার উন্মোচন করতে নতুন উদ্যোগ নিচ্ছে NIFD Global ফ্যাশন ইনস্টিটিউট। নিউ ইয়র্ক ইন্সটিটিউশনের সঙ্গে গাঁটছড়া বাঁধলো তারা। এবার থেকে তাদের নাম পরিবর্তন করে হল New York Institute of Fashion।
বিগত ২৮ বছর ধরে নবীন পড়ুয়াদের ফ্যাশন ডিজাইনিং এবং ইন্টিরিয়ার ডিজাইনিং কোর্সের বিশেষ সুবিধা দিয়েছে এই সংস্থা। শীঘ্রই এর পাশাপাশি নতুন কনসেপ্ট আনছেন তারা। এবারেও আরও একবার নতুন সময়ের চাহিদার কথা ভেবে এই সংস্থার হাত ধরেই সাফল্যের চাবিকাঠি পেতে চলেছেন পড়ুয়ারা।
এখানে স্টুডেন্টদের জন্য থাকছে নিউ ইয়র্ক ইনস্টিটিউটের অত্যাধুনিক পঠন পাঠন সহ নানান অভিজ্ঞতার মেলবন্ধন। থাকবে নতুনদের জন্য নতুন নতুন অপরচুনিটি। এই ইনস্টিটিউটে ছাত্রছাত্রীরা নিউ ইয়র্ক ফ্যাশন উইক, লন্ডন ফ্যাশন উইক, দুবাই ফ্যাশন উইকের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন।
সেন্টার থেকে পড়ুয়ারা এই তিনটি ফ্যাশন শোতেই অংশগ্রহণ করবেন। শীঘ্রই তাঁরা পাড়ি দেবেন নিউইয়র্ক ফ্যাশন উইক, লন্ডন ফ্যাশন উইক, দুবাই ফ্যাশন উইকে অংশগ্রহণ করতে।
এছাড়াও তাঁদের সংস্থার অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে কাজ করছে ল্যাকমে। শনিবার এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সংস্থার নাম পরিবর্তনের কথা ঘোষণা করেন তারা। সঙ্গে আমন্ত্রিত ও উপস্থিত সকলের উদ্দেশ্যে এদিনই জানান হয় তাদের আগামী দিনের অভিনব চিন্তাভাবনাগুলি।
আয়োজিত ওয়ার্কশপে বক্তা হিসেবে নিউইয়র্ক থেকে উপস্থিত ছিলেন ইমা কেনিডি, লন্ডন স্কুল অফ ট্রেন্ডস থেকে করলে পাজ। এছাড়াও উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের ডিরেক্টর সহদেব চৌধুরী, ফ্যাশন ডিপার্টমেন্টের এইচওডি জন সেনগুপ্ত, সহ সব শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানটির সাফল্য কামনা করা হয়। ওয়ার্কসপ শেষে একটি ছোট্ট ফ্যাশন শো এর আয়োজন করা হয় এদিন। সব মিলিয়ে এদিন ফ্যাশনের জাদুতে এক মুগ্ধকর পরিবেশের আবেশ ছড়িয়ে দেয় পড়ুয়ারা।