ওয়াকফ বিল নিয়ে স্পিকারের দ্বারস্থ বিরোধীরা

দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: ওয়াকফ বিল নিয়ে আরও আলোচনা চান বিরোধী সাংসদরা। তার জন্য ওয়াকফ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) মেয়াদ বাড়ানোর দাবি জানালেন তাঁরা। সোমবার সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগেই যৌথ সংসদীয় কমিটির মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করেন বিরোধী সাংসদরা।

উল্লেখ্য, সোমবার সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগেই বৈঠকে বসে ইন্ডিয়া জোটের শরিকরা। ওই বৈঠকেই ওয়াকফ বিল নিয়ে জেপিসির মেয়াদ বাড়ানোর দাবি জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরেই বিরোধী সাংসদরা স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেন। বিরোধীদের অভিযোগ, ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির পর্যালোচনা এখনও অসম্পূর্ণ রয়েছে। তাঁরা জানান, আগস্ট থেকে এখনও পর্যন্ত জেপিসির ২৫টি বৈঠক হয়েছে। কিন্তু, সবার বক্তব্য এখনও শোনা সম্পূর্ণ হয়নি। স্পিকারের সঙ্গে এদিনের বৈঠকের পর আপ সাংসদ সঞ্জয় সিং বলেন, ‘জেপিসির মেয়াদ বাড়ানো হবে বলে আশ্বাস দিয়েছেন স্পিকার। ১৫ দিনের মধ্যেই পরবর্তী বৈঠক ডাকা হবে।’

অপরদিকে, এই ওয়াকফ সংক্রান্ত বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটিতে থাকা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যেভাবে তাড়াহুড়ো করা হচ্ছে, তা ঠিক নয়। সবার বক্তব্য এখনও শোনা হয়নি। আমাদের বক্তব্যও এখনও শোনা হয়নি। জেপিসি চেয়ারম্যান তাড়াহুড়ো করে এই সপ্তাহেই রিপোর্ট পেশ করতে চাইছেন! আজ আমরা সেই বিষয়টিই তুলে ধরে লোকসভার স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেছি।’

প্রসঙ্গত, কয়েকদিন আগেই ওয়াকফ বিল নিয়ে জেপিসির বৈঠকের পর কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল জানিয়েছিলেন, জেপিসির আর কোনও বৈঠকের দরকার নেই। সংসদে রিপোর্ট পেশের জন্য তিনি তৈরি। শীতকালীন অধিবেশনেই ওয়াকফ সংশোধনী বিলটি পাশ করাতে কেন্দ্র উদ্যোগ নিতে পারে বলেও তিনি জানান।