নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৫ ডিসেম্বর পর্যন্ত সূর্য দেবতা থাকবেন বৃশ্চিক রাশিতে।১৬ নভেম্বর থেকে সূর্য দেবতা মঙ্গল ও বৃশ্চিক রাশিতে গমন করেছেন। এই সময় ৬ রাশির জাতকদের উন্নতি ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। কারা রয়েছে সেই রাশির তালিকায়, জেনে নিন। আর মাত্র একটা মাস, তার পরই নতুন বছর, নুতুন শুভারম্ভ। আর সেই নতুন বছর পড়ার আগেই ভাগ্য পরিবর্তন হবে এই ৬ রাশির জাতক জাতিকাদের।
মকর: চাকরিতে উন্নতি হবে এবং পদন্নোতি দুই হবে। বেতন বাড়তে পারে। ব্যবসায় চোখে পড়ার মতো উন্নতি হবে। দাম্পত্য জীবন সুখের হবে। সময় নষ্ট করা থেকে সাবধান।
মীন : বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হবে। সামাজিক ক্ষেত্রে খ্যাতি ও গৌরবের চরম সীমায় পৌঁছবে। তবে মনকে শান্ত রাখতে হবে। ধৈর্য হারালেই বিপদ। তবে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃষ: চাকরিজীবীদের উন্নতি কেউ ঠেকাতে পারবে না। ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদের উন্নতি হবে। আর্থিক সমস্যার সমাধান হবে। কোনও প্রভাবশালীর সাহায্য পেতে পারেন।
কর্কট: টাকা পয়সার কষ্ট ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে মিটে যাবে। কোনও সম্পত্তিতে বিনিয়োগ করুন। ভবিষ্যতে ভালো লাভ পাবেন। পাওনা টাকা ফেরত পাবেন।
কুম্ভ: গাড়ি, বাড়ি কেনার এটাই ভালো সময়। চাকরির চেষ্টা যারা করছেন তারা ভালো খবর পাবেন। ব্যবসায় লাভ অনেকগুণ বেড়ে যাবে।
বৃশ্চিক: সামাজিক সম্মান বাড়বে। সম্পদ বৃদ্ধি পাবে। ভাগ্য হবে সূর্যের মতোই তেজী। রোগমুক্তি হতে পারে।