ট্রেনে কাটা পড়ে মৃত্যু ২ বান্ধবীর!

জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কাকদ্বীপ: রহস্যজনক ভাবে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল দুই ছাত্রীর। দু’জনেই দ্বাদশ শ্রেণির পড়ুয়া।

সূত্রের খবর, টিউশনি পড়তে যাওয়ার নাম করে দু’জনে শনিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিল। রাতে আর বাড়িতে ফেরেনি। একজন কাকদ্বীপের জল ট্যাঙ্কির বাসিন্দা। অপরজন সাগরের বাসিন্দা কিন্তু সেই কিশোরী জল ট্যাঙ্কিতে মামার বাড়িতে থেকে পড়াশোনা করত। দু’জনেই ঘনিষ্ঠ বান্ধবী ছিল বলেই জানা যায়।

রবিবার সকালে বাড়ির লোক জানতে পারেন, নিশ্চিতপুর ও করঞ্জলীর মাঝখানে দু’জনে ট্রেনে কাটা পড়েছে। দু’জনেই উচ্চ-মাধ্যমিকের ছাত্রী। পুলিশের প্রাথমিক অনুমান, প্রেম ঘটিত কারণে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য ৩ জনকে আটক করেছে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তার অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।