নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাঘাযতীন স্টেশন রোডের বাড়িতে আগুন। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ চলছে। মুখে মাস্ক পড়ে কাজ করছেন দমকল কর্মীরা। জানা গিয়েছে বিল্ডিংটি চার তলায় লাগে আগুন, যেটা ছিল মূলত স্টোররুম। চার তলার ওই স্টোররুমে মজুদ ছিল প্রচুর সংখ্যক বই, যার ফলে আগুন অল্প সময়ের মধ্যেই ভয়াবহ রূপ ধারণ করে। পুড়ে ছাই ঘরের সামগ্রী। অগ্নিকাণ্ড সম্পর্কে এখনো কোনো তথ্য দেয়নি দমকল কর্তৃপক্ষ। আগুন লাগার কারণ সম্পর্কে এখনো পর্যন্ত স্পষ্ট ব্যাখ্যা দেয়নি তারা। অগ্নি নিয়ন্ত্রণের কাজ চলছে এখনো পর্যন্ত। কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা। ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টায় দমকল আধিকারিকরা।